TRENDING:

বোলারদের ব্যর্থতা ঢেকে দিলেন ব্যাটসম্যানরা, টি-২০-তে শীর্ষে ভারত

Last Updated:

অস্ট্রেলিয়া- ১৯৭/৫ (২০ ওভার) ভারত- ২০০/৩ ( ২০ ওভার) ৭ উইকেটে জয়ী ভারত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অস্ট্রেলিয়া- ১৯৭/৫ (২০ ওভার)
advertisement

ভারত- ২০০/৩ ( ২০ ওভার)

৭ উইকেটে জয়ী ভারত

#সিডনি:  শেষ ওভারে জয়ের জন্য দরকার ১৬ রান ৷ নড়বড়ে যুবরাজ সিং স্ট্রাইকে ৷ যিনি এতক্ষণ ব্যাটে ঠিকঠাক বল লাগাতেই হিমশিম খাচ্ছিলেন৷ অস্ট্রেলিয়া অধিনায়ক শ্যেন ওয়াটসনের বুদ্ধিদীপ্ত বোলিং-এ আগের ওভারেই বারবার পরাস্ত হয়েছিলেন তিনি ৷ শেষ ওভারে যুবরাজকে স্ট্রাইক নিতে দেখে তাই সিডনিতে ভারতীয় সমর্থকদের মুখেও তখন চরম বিরক্তি বা হতাশা ঝরে পড়ছে ৷ কিন্তু ঠিক সময় জ্বলে ওঠার তাঁর পুরনো রেকর্ড এদিন এসসিজি-তে ধরে রাখলেন যুবি ৷ অস্ট্রেলিয়ার নবাগত বোলার অ্যান্ড্রু টাই-কে পরপর দু’বলে চার এবং ছক্কা ৷ ব্যস তাতেই চরম টেনশনের মুক্তি ৷ অনায়াসে  তৃতীয় এবং শেষ ম্যাচ জিতে সিরিজ হোয়াইটওয়াশ করতে সফল ধোনির টিম ইন্ডিয়া ৷ সেইসঙ্গে টি-২০ -তে নিজেদের একনম্বর স্থানও ফিরে পেল মেন ইন ব্লু’রা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোই করেছিল অস্ট্রেলিয়া ৷ টি-২০-তে এদিন অভিষেক হওয়া উসমান খোয়াজা ওপেন করতে নেমে ১৪ রানে আউট হয়ে গেলেও সিডনি মাতিয়ে দিলেন অধিনায়ক  শ্যেন ওয়াটসন ৷ মাত্র ৭১ বলে অপরাজিত ১২৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেললেন তিনি ৷ তাঁর ইনিংসটি সাজানো ১০টি বাউন্ডারি এবং ৬ টি বিশাল ছক্কায় ৷ ভারতীয় বোলাররা এদিনও প্রায় সকলেই ব্যর্থ ৷ স্কোরবোর্ডে ১৯৭ রান ওঠার পর কিছুটা হয়তো নিশ্চিন্ত হয়েছিল অস্ট্রেলিয়া শিবির ৷ কিন্তু আইপিএল-এর জমানায় কোনও টার্গেটই যে অসম্ভব নয় ৷ আর বিরাট-রোহিতরা ছন্দে থাকলে যে বোলারদের তাঁরা কাঁদিয়ে ছাড়বেন সেকথা আর বলার প্রয়োজন পড়ে না ৷ ওপেনার ধাওয়ান (২৬) আউট হয়ে যাওয়ার পর এদিনও ভারতকে জয়ের পথে এগিয়ে নিয়ে গেলেন রোহিত (৫২) এবং বিরাট (৫০)-ই ৷ কিন্তু দু’জনেই ম্যাচের মোক্ষম সময় আউট হয়ে যাওয়ায় কিছুটা বেকায়দায় পড়ে গিয়েছিল ভারত ৷ এদিনের ম্যাচে তাই ওয়াটসন, রোহিত বা বিরাট সকলেই ভালো ব্যাট করলেও সবাইকে ছাপিয়ে গিয়েছেন একজনই ৷ তিনি সুরেশ রায়না ৷ চার নম্বরে নেমে অপরাজিত ২৬ বলে ৪৯ রানের যে ম্যাচ উইনিং ইনিংসটা এদিন খেললেন, তাতে ভারতের জন্য নিঃসন্দেহে তিনিই আজকের ‘ম্যান অফ দ্য ম্যাচ’ ৷ অস্ট্রেলিয়ার মাটিতে ১৪০ বছর পর কোনও দল ক্যাঙারুদের হোয়াইটওয়াশ করল ৷ অতীতে সিডনির মাঠে অনেক কীর্তি স্থাপন করেছেন ভারতীয়রা ৷ রবিবার রোহিত-বিরাট-রায়নার ব্যাটে ভর করেই আরও একটা ইতিহাস সৃষ্টি করতে সফল মেন ইন ব্ল’রা ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বোলারদের ব্যর্থতা ঢেকে দিলেন ব্যাটসম্যানরা, টি-২০-তে শীর্ষে ভারত