TRENDING:

Virat: 'কোহলিকে হুইলচেয়ারে বসিয়ে খেলাবে ভারত'! বিতর্কিত মন্তব্য করে ফের নজরে শোয়েব

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দোহা: ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন কাজের থেকে বেশি অকাজ করেন তিনি। ইউটিউব চ্যানেল চালিয়ে তা হিট করানোর জন্য শোয়েব আখতার এমন মন্তব্য করে বসেন যার কোনও মানে হয় না। ফের কোহলি নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন শোয়েব। কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির অর্জনে সচিন টেন্ডুলকারের চেয়ে খুব বেশি দূরে নেই।
বিরাট ১১০ সেঞ্চুরি করবেন বলে দিলেন শোয়েব
বিরাট ১১০ সেঞ্চুরি করবেন বলে দিলেন শোয়েব
advertisement

৭৫ সেঞ্চুরি করে টেন্ডুলকারকে চ্যালেঞ্জ জানাচ্ছেন শুধু তিনিই। আর ২৫টি সেঞ্চুরি পেতে কোহলিকে আর কত দিন খেলতে হবে? উত্তরটা বলে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। অদ্ভুত সব মন্তব্য করে নেট দুনিয়ায় তোলপাড় ফেলতে ‘ওস্তাদ’ শোয়েব আখতার। তিনিও খুব করেই চান, কোহলি আরও অন্তত ১০ বছর খেলা চালিয়ে যান, আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করুন।

advertisement

আরও পড়ুন - Rohit Sharma: ভারত হারছে মাঠে, শালার বিয়েতে নাচছেন রোহিত! ধুয়ে দিলেন সুনীল গাভাসকার

ভারতকে একটা খোঁচাও মেরে দিয়েছেন শোয়েব। কোহলিকে নিয়ে তাঁর অভিমত, আমি কোহলির কাছে চাইব, সে যেন ৪৩ বছর বয়স পর্যন্ত খেলাটা চালিয়ে যায়। আমি মনে করি, সে যখন অবসরে যাবে, তত দিনে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ১০০ সেঞ্চুরি হয়ে যাবে। পরের মন্তব্যেই দিয়েছেন খোঁচা, তোমার হাতে আরও ৮–৯ বছর আছে। ভারত তোমাকে দরকার হলে হুইলচেয়ারে বসিয়েও খেলাবে।

advertisement

ভারতই তোমাকে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করিয়ে দেবে। কাতারের দোহায় লিজেন্ডস ক্রিকেট লিগে খেলতে এসে এ কথা বলেছেন শোয়েব। দীর্ঘ খরার পর টেস্টে সেঞ্চুরি পেয়েছেন কোহলি। আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন ১৮৬ রানের ইনিংস।

পাকিস্তানের ফাস্ট বোলার কোহলিকেও হালকা খোঁচা দিতে ছাড়েননি। তিনি মনে করেন, ভারতীয় তারকা যদি তাঁদের সময়ে খেলতেন, তাহলে এত সেঞ্চুরি করতে পারতেন না, আমার, ওয়াকার আর ওয়াসিম ভাইয়ের ফর্ম তুঙ্গে থাকা অবস্থায় যদি কোহলি খেলত, তাহলে এত সেঞ্চুরি সে করতে পারত না। আমরা তিনজনই পাঞ্জাবি ভাষায় প্রচুর স্লেজিং করতাম মাঠে। আমার মনে হয়, সেই স্লেজিংয়ে কোহলি মাথা গরম করে ফেলত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

আমরা মাঠে কোহলিকে হয়তো প্রচুর জ্বালাতাম। তবে শোয়েব মনে করেন কোহলি গ্রেট ক্রিকেটার। তাই এতদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে টিকে আছেন। তার ফিটনেস সকলের কাছে অনুপ্রেরণা।

বাংলা খবর/ খবর/খেলা/
Virat: 'কোহলিকে হুইলচেয়ারে বসিয়ে খেলাবে ভারত'! বিতর্কিত মন্তব্য করে ফের নজরে শোয়েব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল