এই ম্যাচে ভারতের তারকা স্পিনার দীপ্তি শর্মা বিরাট রেকর্ড করে ফেললেন। এমন রেকর্ড যা জসপ্রিৎ বুুমরাহ, যুবজেবেন্দ্র চাহালেরও নেই। এদিন দীপ্তি তিনটি উইকেট নেন। একইসঙ্গে রেকর্ড করে ফেললেন।
প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন দীপ্তি। পুরুষ ও মহিলা, দুই ক্রিকেচে একমাত্র দীপ্তিই এখনও পর্যন্ত টি২০ ক্রিকেটে ১০০ উইকেটের মালকিন।
advertisement
আরও পড়ুন- বিরাট কোহলিকে প্রোপোজ করেছিলেন, সেই সুন্দরী ক্রিকেটারের ফের মন ভাঙল
এবার আইপিএল নিলামে রেকর্ড টাকায় উত্তরপ্রদেশ দলে নিয়েছে দীপ্তিকে। তিনি বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন। তবে মেয়েদের আইপিএলে তাঁর রাজ্যের দল তাঁকে দলে নিয়েছে। এর আগেও সাম্প্রতিক সময়ে বারবার নিজেকে প্রমাণ করেছেন দীপ্তি।
এদিন স্টেফানি টেলর, শেমাইন ক্যাম্পবেল এবং অ্যাফি ফ্লেচারকে আউট করেছেন দীপ্তি। এদিন নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৮ রানে ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় দল ৬ উইকেটে ম্যাচ জিতে নেয়। তাও ১১টি বল বাকি থাকতেই।
আরও পড়ুন- যে কোনও বোলারকে তুলে ছক্কা! গ্রামের মেয়ের ব্যাটিং দেখে অবাক সচিন তেন্ডুলকর
বাংলার রিচা ঘোষ এদিন ৩২ বলে ৪৪ রান করেছেন। ক্যাপ্টেন হরমনপ্রিৎ কউর ৩৩ রান করেছেন। দীপ্তি এদিন ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন।