ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক খেলে ওয়েস্ট ইন্ডিজ। দলের ১৯ রানে প্রথম উইকেট পড়ে। কাইল মেয়ার্স ১৭ রান করে আউট হলেও সাই হোপ ও ব্র্যান্ডন কিং একটা ছোট পার্টনারশিপ করে। রানের গতিবেগ কমায়নি ক্যারিবিয়ান ব্যাটাররা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৫০ রানের গণ্ডি টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ৫৪ থেকে ৫৭ রানের মধ্যে পরপর ৩টি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। চাহাল একটি ও কুলীপ পরপর দুটি উইকেট নেয়। ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ই্ন্ডিজ।
advertisement
এরপর সাই হোপ ও শিমরন হেটমাার এগিয়ে নিয়ে যান দলের ইনিংস। ৪৯ রানের পার্টনারশিপ করেন দুজনে। ১০৬ রানে পঞ্চম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৪৫ রান করে সাজঘরে ফেরেন হেটমায়ার। এরপর ১১৮ রানে রোমারিও শেফার্ড ও ১২৩ রানে জেসন হোল্ডার আউট হন। তবে অপরদিক থেকে নিজের ইনিংস চালিয়ে চান হেটমায়ার। অর্ধশতরানও পূরণ করেন। তাকে সঙ্গ দেন ওডিয়ান স্মিথ। অষ্টম উইকেটে ৪৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন দুজন।
আরও পড়ুনঃ East Bengal vs Mohun Bagan: কোথায় মোহনবাগানকে মাত দিল ইস্টবেঙ্গল, রইল ৫ কারণ
শেষ ওভারে দলের ১৬৭ রানের মাথায় ব্যক্তিগত ৬১ রান করে আউট হন শিমরন হেটমায়ার। ৩টি চার ও ৪টি ছয়ে সাজানো তার ইনিংস। শেষ পর্যন্ত ২০ ওভার ৮ উইকেট হারিয়ে ১৭৮ রানে পৌছায় ক্যারিবিয়ানরা। ১৫ রানে ওডিয়ান স্মিথ ও ৫ রানে অপরাজিত থাকেন আকিল হোসেন। জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য ১৭৯।