দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে একটু মাত্র পরিবর্তন হয়েছে। কুলদীপ যাদবের জায়গায় দলে এসেছেন রবি বিষ্ণোই। টসের পর হার্দিক পান্ডিয়া জানান, নেটে অনুশীলনের সময় কুলদীপ যাদবের পায়ে বল লাগে। হাল্কা চোটের কারণেই এই ম্যাচে কুলদীপকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে চোট খুব গুরুতর নয় বলেও জানিয়েছেন ভারত অধিনায়ক। ফলে কুলদীপের চোটের কারমেই প্রথম একাদশে জায়গা পেয়েছেন রবি বিষ্ণোই। এছাডডা প্রথম ম্যাচের দলই খেলাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
advertisement
ভারতীয় দলের প্রথম একাদশ- শুভমান গিল, ইশান কিশান (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, মুকেশ কুমার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহল।
আরও পড়ুনঃ Knowledge Story: শুধু ভারত-বাংলাদেশ নয়, আরও একটি দেশের সরকারি ভাষা বাংলা, বলুন তো দেখি
ওয়েস্ট ইন্ডিজ দলের প্রথম একাদশ- ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স (সহ অধিনায়ক), জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটকিপার), রভম্যান পাওয়েল (অধিনায়ক), শিমরন হেটমায়ার, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেড ম্যাককয়।