দ্বিতীয় একদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হয় বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। দলে আসেন সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল। দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সাই হোপ। প্রথমে ব্যাট করে একমাত্র ইশান কিশান ও শুভমান গিল ছাড়া কোনও ব্যাটার সম্মানজনক স্কোর করতে পারেননি। প্রথম ম্যাচের মতই অর্ধশতরান করেন ইশান কিশান। খেলেন ৫৫ রানের ইনিংস। শুভমান গিল করেন ৩৪ রান।
advertisement
প্রথম উইকেটে ৯০ রানের পার্টনারশিপ করে ভারত। সেই সময় মনে হচ্ছিল বড় রানের পথে হাঁটছে ভারত। কিন্তু ওপেনিং জুটি ভাঙতেই নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। ফের একবার সামনে আসে কোহলি-রোহিত হীন ভারতীয় ব্যাটিংয়ে কঙ্কালসার অবস্থা। তাসের ঘরের মত ভেঙে পড়ে ভারতের ইনিংস। ১৮১ রানে অলআউট হয়ে যায় পুরো দল। ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন রোমারিও শেফার্ড ও গুদাকেশ মোতি।
আরও পড়ুন: Brain Teaser Math Puzzle: 8+8=91 এই অঙ্কটি মেলাতে পারবেন? জিনিয়াসরাও ফেল করেছেন, এবার আপনার পালা
ভারতের ১৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮২ রান তুলে নেয়। ৮০ বল বাকি থাকতে ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যাপ্টেন শাই হোপ ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮০ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ৬৫ বলে ৪৮ রান করে নট-আউট থাকেন কেসি কার্টি। ভারতের হয়ে ৪২ রানে ৩টি উইকেট নেন শার্দুল ঠাকুর। ৩০ রানে ১টি উইকেট নেন কুলদীপ যাদব। ম্যান অফ দ্যা ম্যাচও নির্বাচিত হন শাই হোপ। সিরিজি নির্ণায়ক তৃতীয় ম্যাচ পয়লা অগাস্ট।