TRENDING:

দল নির্বাচন নিয়ে উঠেছিল প্রশ্ন, রোহিত শর্মার মান বাঁচালেন শুবমান গিল

Last Updated:

ভারত বনাম শ্রীলঙ্কা একদিনের সিরিজের প্রথম ম্যাচ। টস হেরে প্রথমে ব্যাট করে ৩৭৩ রানের বিশাল স্কোর করল টিম ইন্ডিয়া। শতরান করলেন বিরাট কোহলি। অর্ধশতরান রোহিত শর্মা ও শুবমান গিলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়হাটি: গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগে সোমবারই রোহিত শর্মা জানিয়ে দিয়েছিলেন তার সঙ্গে ইনিংসের শুরু করবেন শুবমান গিল। গত বছর লাগাতার ধারাবাহিক পারফর্ম করার জন্যই গিলের উপরই আস্থা রাখছে দল। বাংলাদেশের বিরুদ্ধে শে। একদিনের ম্যাচে ইশান কিশান দ্বিশতরান করার পরও তার সুযোগ না পাওয়ায় দল নির্বাচন প্রশ্ন তোলেন অনেকেই। তবে রোহিতের মান বাঁচালেন শুবমান গিল
advertisement

প্রসঙ্গত, সোমবার ম্যাচের আগে ভারত অধিনায়ক বলেছিলেন,'ইশানের কাছ থেকে আমি কিছু কেড়ে নিতে চাইছি না। ঈশান দলের হয়ে দারুণ খেলছে। জানি এক দিনের ক্রিকেটে ওর দ্বিশতরানের ইনিংস রয়েছে। এটা দুর্দান্ত কৃতিত্ব। সত্যি বলতে বাধা নেই, যারা অতীতে ভাল পারফরম্যান্স করেছে, তাদের যথেষ্ট সংখ্যক ম্যাচ খেলার সুযোগ পাওয়া উচিত। কিন্তু এই মুহূর্তে শুবমান গিলকে ওর অতীত পারফরম্যান্সের ভিত্তিতে সুযোগ দেওয়া হচ্ছে। ইশানকেও সুযোগ দেওয়া হবে।'

advertisement

কিন্তু তারপর ইশানকে কেনও দবে নেওয়া হল না তা নিয়ে প্রশ্ন উঠতেই থাকে। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে রান না পেলে আরও সমালোচনার মুখে পড়তে হত রোহিত শর্মাকে। কিন্তু গিলের ৭০ রানের অনবদ্য ইনিংস তুপ করায় সমালোচকদের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬০ বল নেন ৭০ রান করেন শুবমান গিল। ১১টি চারে সাজানো তার ইনিংস।

advertisement

আরও পড়ুনঃ কোহলির শতরান মানেই রেকর্ডের ছড়াছড়ি, এবার সচিনকে পেছনে ফেললেন বিরাট

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে শুবনাম গিল ও রোহিত শর্মা জুটি দুরন্ত শুরু করেন। একদিকে আক্রণাত্মক ব্যাটিং করেন রোহিত, অপরদিকে ঠান্ডা মাথায় ইনিংস এগিয়ে নিয়ে যান শুবমান গিল। ১৪৩ রানের পার্টনারশিপ করেন রোহিত শর্মা ও শুবমান গিল। ইশান কিশানের পরিবর্তে তাকে নেওয়া সিদ্ধান্ত যে সঠিক তা নিজের দুরন্ত ফর্ম ধরে রেখে বুঝিয়ে দেন গিল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
দল নির্বাচন নিয়ে উঠেছিল প্রশ্ন, রোহিত শর্মার মান বাঁচালেন শুবমান গিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল