প্রসঙ্গত, সোমবার ম্যাচের আগে ভারত অধিনায়ক বলেছিলেন,'ইশানের কাছ থেকে আমি কিছু কেড়ে নিতে চাইছি না। ঈশান দলের হয়ে দারুণ খেলছে। জানি এক দিনের ক্রিকেটে ওর দ্বিশতরানের ইনিংস রয়েছে। এটা দুর্দান্ত কৃতিত্ব। সত্যি বলতে বাধা নেই, যারা অতীতে ভাল পারফরম্যান্স করেছে, তাদের যথেষ্ট সংখ্যক ম্যাচ খেলার সুযোগ পাওয়া উচিত। কিন্তু এই মুহূর্তে শুবমান গিলকে ওর অতীত পারফরম্যান্সের ভিত্তিতে সুযোগ দেওয়া হচ্ছে। ইশানকেও সুযোগ দেওয়া হবে।'
advertisement
কিন্তু তারপর ইশানকে কেনও দবে নেওয়া হল না তা নিয়ে প্রশ্ন উঠতেই থাকে। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে রান না পেলে আরও সমালোচনার মুখে পড়তে হত রোহিত শর্মাকে। কিন্তু গিলের ৭০ রানের অনবদ্য ইনিংস তুপ করায় সমালোচকদের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬০ বল নেন ৭০ রান করেন শুবমান গিল। ১১টি চারে সাজানো তার ইনিংস।
আরও পড়ুনঃ কোহলির শতরান মানেই রেকর্ডের ছড়াছড়ি, এবার সচিনকে পেছনে ফেললেন বিরাট
এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে শুবনাম গিল ও রোহিত শর্মা জুটি দুরন্ত শুরু করেন। একদিকে আক্রণাত্মক ব্যাটিং করেন রোহিত, অপরদিকে ঠান্ডা মাথায় ইনিংস এগিয়ে নিয়ে যান শুবমান গিল। ১৪৩ রানের পার্টনারশিপ করেন রোহিত শর্মা ও শুবমান গিল। ইশান কিশানের পরিবর্তে তাকে নেওয়া সিদ্ধান্ত যে সঠিক তা নিজের দুরন্ত ফর্ম ধরে রেখে বুঝিয়ে দেন গিল।