TRENDING:

কোহলির সেঞ্চুরিতে উচ্ছ্বসিত সচিন, শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা মাস্টার ব্লাস্টারের

Last Updated:

ভারত বনাম শ্রীলঙ্কা একদিনের সিরিজের প্রথম ম্যাচ। টস হেরে প্রথমে ব্যাট করে ৩৭৩ রানের বিশাল স্কোর করল টিম ইন্ডিয়া। শতরান করলেন বিরাট কোহলি। অর্ধশতরান রোহিত শর্মা ও শুবমান গিলের। একাধিক রেকর্ড কোহলির ঝুলিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটিতে ফের একবার কিং কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে বছরের শেষ ওয়ান ডে -তে শতরান করে যেখানে শেষ করেছিলেন বিরাট কোহলি। নতুন বছরের প্রথম একদিনের ম্যাচে ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। একদিনের আন্তর্জাতিক কেরিয়ারের ৪৫ তম শতরান করেন বিরাট। ভেঙেছেন সচিন তেন্ডুলকরের একাধিক রেকর্ড। কোহলির অনবদ্য ইনিংসের প্রশংসা করলেন খোদ মাস্টার ব্লাস্টারও।
advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৮৭ বলে ১১৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন বিরাট কোহলি। ১২টি চার ও ১টি ছয়ে সাজানো তার ইনিংস। চলতি বছরে েদশের মাটিতে একদিনের বিশ্বকাপ রয়েছে। বছরের শুরু চেনা ছন্দে বিরাট কোহলিকে পেয়ে খুশি তার কোটি কোটি ফ্যানেরা। সচিন তেন্ডুলকর নিজে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন। শত শতরানের মালিক লিখেছেন,'টপ অর্ডারে নেমে চমৎকার ব্যাটিং পারফরম্যান্স। এই ভাবে পারফর্ম করতে থাকো বিরাট,ভারতকে গর্বিত করতে থাকো।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, এদিন শতরান করে সচিন তেন্ডুলকরের একটি রেকর্ড ভাঙলেন ও একটি রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক কেরিয়ারে ভারতের মাটিতে সচিন তেন্ডুলকর ১৬৪টি ওডিআই খেলে ২০টি সেঞ্চুরি করেছিল। বিরাট কোহলি এই ম্যাচের আগে ১০১টি ম্যাচ খেলে ১৯টি শতরান ছিল। গুয়াহাটিতে শতরান কর ১০২ ম্যাচে ২০টি শতরান করে মাস্টার ব্লাস্টারকে ধরলেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের শতরানের সংখ্যা ছিল ৮৪ ম্যাচে ৮টি। মাত্র ৪৮ ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের ৯ নম্বর শতরান করে সচিনকে টপকে গেলেন বিরাট কোহলি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
কোহলির সেঞ্চুরিতে উচ্ছ্বসিত সচিন, শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা মাস্টার ব্লাস্টারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল