গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এই সময় রাতের দিকে কুয়াশার সমস্যা দেখা যায়। সেই কারণেই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক। রাতের দিকে ডিউতে বোলারদের সমস্যা হয়ে থাকে বল গ্রিপ করতে। অপরদিকে, ব্যাটারদের ক্ষেত্রে সুবিধা হয় রান করতে। ফলে টস জিতে কিছুটা অ্যাডভান্টেজ পেল শ্রীলঙ্কা বলাই যায়। টস হারলেও বিশ্বকাপের কথা মাথায়। রেখে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টিম ইন্ডিয়া।
advertisement
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়র, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহল, মহম্মদ শামি, উমরান মালিক, মহম্মদ সিরাজ।
ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কার প্রথম একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, দিলশান মাদুশঙ্কা, কাসুন রাজিথা, দুনিথ ওয়াল্লালাগে।