TRENDING:

দলে নেই সূর্যকুমার যাদব, ভারতের বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার

Last Updated:

মঙ্গলবার গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কার প্রথম একদিনের ম্যাচ। ভারতীয় দলে ফিরছেন সিনিয়র ক্রিকেটাররা। অপরদিকে, লড়াই দিতে প্রস্তুত লঙ্কান লায়ন্সরা। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: টি-২০ সিরিজে জয় এখন অতীত। মঙ্গলবার থেকে শুরু ভারত বনাম শ্রীলঙ্কা একদিনের সিরিজ। অসমের গুয়াহাটি স্টেডিয়ামে মুখোমুখি রোহিত শর্মা ও দাসুন শানাকার দল। চলতি বছরে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি এই সিরিজ থেকেই শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে টস ভাগ্য সাথ দিল না ভারত অধিনায়ক রোহিত শর্মার। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন দাসুন শানাকা।
advertisement

গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এই সময় রাতের দিকে কুয়াশার সমস্যা দেখা যায়। সেই কারণেই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক। রাতের দিকে ডিউতে বোলারদের সমস্যা হয়ে থাকে বল গ্রিপ করতে। অপরদিকে, ব্যাটারদের ক্ষেত্রে সুবিধা হয় রান করতে। ফলে টস জিতে কিছুটা অ্যাডভান্টেজ পেল শ্রীলঙ্কা বলাই যায়। টস হারলেও বিশ্বকাপের কথা মাথায়। রেখে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টিম ইন্ডিয়া।

advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়র, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহল, মহম্মদ শামি, উমরান মালিক, মহম্মদ সিরাজ।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কার প্রথম একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, দিলশান মাদুশঙ্কা, কাসুন রাজিথা, দুনিথ ওয়াল্লালাগে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
দলে নেই সূর্যকুমার যাদব, ভারতের বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল