২২ গজে যেমন আগুন ঝরান, ব্যাটারদের সঙ্গে চোখে চোখ লড়াই করেন, মাঠে আগ্রাসন দেখাতেও পিছ পা হননা তিনি। সেই সিরাজ কতটা বড় ও নরম মনের মানুষ তা প্রমাণ করে দিলেন ফাইনাল শেষে। ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ার ফলে যে আর্থিক পুরস্কার পেয়েছিলেন মহম্মদ সিরাজ তা মাঠকর্মীদের দেওয়ার সিদ্ধান্ত নেন। মহম্মদ সিরাজ পুরস্কার নেওয়ার সময় বলেন,”এই টাকা আমা মাঠকর্মীদের দিতে চাই। আমি জানি এটা তাদের পরিশ্রমের কাছে কিছুই না। কিন্তু তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে এটা ওদের প্রাপ্য।”
advertisement
মহম্মদ সিরাজের এই ঘোষণার পর মাঠে উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে কুর্নিশ জানায় এই সিদ্ধান্তকে। মাঠকর্মীদের মুখে দেখা যায় হাসি। ভারতীয় দলও স্বাগত জানায় মহম্মদ সিরাজের এই সিদ্ধান্তকে। ঘোষণা করার সময় আবেগপ্রবন দেখায় মহম্মদ সিরাজকেও। এবার এশিয়া কাপে বৃষ্টি বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রম না থাকলেও প্রতিযো সম্পূর্ণ করা সত্যিই অসম্ভব ছিল।
আরও পড়ুনঃ Mohammed Siraj: ৬ উইকেটের সঙ্গে ৫ রেকর্ড, আগুনে স্পেলে ইতিহাসের পাতায় মহম্মদ সিরাজ
প্রসঙ্গত, এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। কিন্তু সেই সিদ্ধান্ত পুরো বুমেরাং হয়। ১৫.২ ওভারে ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ সিরাজ ৬টি, হার্দিক পান্ডিয়া ৩টি ও জসপ্রীত বুমরাহ ১টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৬.১ ওভারে ১০ উইকেট ম্যাচ জিতে নেয় ভারত। ২৭ রান করে শুভমান গিল ও ২৩ রান করে ইশান কিশান অপরাজিত থাকেন। এই নিয়ে অষ্টমবার এশিয়া সেরা হল ভারত।