TRENDING:

India vs Sri Lanka: তৃতীয় ম্যাচে ধরাশায়ী ভারতের ব্যাটিং লাইন, শ্রীলঙ্কার টার্গেট ১৩৮

Last Updated:

India vs Sri Lanka 3rd T20: পরপর দুটি টি-২০ ম্যাচ জিতে সিরিজে পকেটে পুরলেও তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ধরাশায়ী ভারতের ব্যাটিং লাইন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান করে ভারত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পরপর দুটি টি-২০ ম্যাচ জিতে সিরিজে পকেটে পুরলেও তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ধরাশায়ী ভারতের ব্যাটিং লাইন। ছন্দে থাকা ব্যাটিং লাইনের হঠাৎ কী হল তা ডাগআউটে বসে দেখলেন কোচ গৌতম গম্ভীর। শুভমান গিল, রিয়ান পরাগ ও ওয়াশিংটন সুন্দর কিছুটা লড়াই না করলে লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত টিম ইন্ডিয়াকে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান করে ভারত।
advertisement

এদিন বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় ম্যাচ। টস ভাগ্য সাথ দেয়নি ভারতের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নয় শ্রীলঙ্কা। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, সূর্যকুমার যাদব, শিবম দুবেরা। ৪৮ রানের মধ্যেই অর্ধেক ভারতীয় দল সাজঘরে ফেরত চলে যায়। সঞ্জু, রিঙ্কুদের শট সিলেকশন নিয়েও উঠছে প্রশ্ন।

advertisement

তবে চাপের মধ্যে একদিকে ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন শুভমান গিল। তাঁকে কিছুটা সঙ্গ দেন রিয়ান পরাগ। দুজন মিলে অর্ধশতরানের পার্টনারশিপ করেন। তাদের ব্যাটে ভর করেই একশো রান পার করে ভারত। কিন্তু গিল ৩৯ ও রিয়ান ২৬ রান করে পরপর আউট হয়। সেখানেই শেষ হয়ে যায় ভারতের বড় রানের স্বপ্ন। শেষেক দিকে ২৫ রানে উল্লেখযোগ্য ইনিংস খেলেন ওয়াশিংটন সুন্দর।

advertisement

আরও পড়ুনঃ Knowledge Story: আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রথম ছয় কে মেরেছিলেন? তাঁর রয়েছে আরও ২ রেকর্ড যা ভাঙা সম্ভব নয়

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্লগ ওভারে বেখ কিছু আক্রমণাত্মক শট খেলেন সুন্দর। তবে অপরদিক থেকে সেভাবে কোনও সাপোর্ট পাননি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৭ রানে থামে ভারতের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মাহেশ থিকসানা। এছাড়া ২টি উইকেট নেন ওয়ানিন্দু হাসরঙ্গা। একটি করে উইকেট শিকার করেন চামিন্দু বিক্রমাসিংঘে, আসিথা ফার্নান্ডো ও রানেশ মেন্ডিস।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
India vs Sri Lanka: তৃতীয় ম্যাচে ধরাশায়ী ভারতের ব্যাটিং লাইন, শ্রীলঙ্কার টার্গেট ১৩৮
Open in App
হোম
খবর
ফটো
লোকাল