এদিন বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় ম্যাচ। টস ভাগ্য সাথ দেয়নি ভারতের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নয় শ্রীলঙ্কা। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, সূর্যকুমার যাদব, শিবম দুবেরা। ৪৮ রানের মধ্যেই অর্ধেক ভারতীয় দল সাজঘরে ফেরত চলে যায়। সঞ্জু, রিঙ্কুদের শট সিলেকশন নিয়েও উঠছে প্রশ্ন।
advertisement
তবে চাপের মধ্যে একদিকে ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন শুভমান গিল। তাঁকে কিছুটা সঙ্গ দেন রিয়ান পরাগ। দুজন মিলে অর্ধশতরানের পার্টনারশিপ করেন। তাদের ব্যাটে ভর করেই একশো রান পার করে ভারত। কিন্তু গিল ৩৯ ও রিয়ান ২৬ রান করে পরপর আউট হয়। সেখানেই শেষ হয়ে যায় ভারতের বড় রানের স্বপ্ন। শেষেক দিকে ২৫ রানে উল্লেখযোগ্য ইনিংস খেলেন ওয়াশিংটন সুন্দর।
স্লগ ওভারে বেখ কিছু আক্রমণাত্মক শট খেলেন সুন্দর। তবে অপরদিক থেকে সেভাবে কোনও সাপোর্ট পাননি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৭ রানে থামে ভারতের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মাহেশ থিকসানা। এছাড়া ২টি উইকেট নেন ওয়ানিন্দু হাসরঙ্গা। একটি করে উইকেট শিকার করেন চামিন্দু বিক্রমাসিংঘে, আসিথা ফার্নান্ডো ও রানেশ মেন্ডিস।