দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্য সাথ দেয়নি ভারতে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে কোনও ভুল করেনি শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলেই উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৭৪ রানের উল্লেখযোগ্য পার্টনারশিপ করে শ্রীলঙ্কা। আরপর বেশ কয়েকটি উইকেট নিয়মিত ব্যবধানে হারিয়ে চাপে পড়ে যায় দ্বীপরাষ্ট্র। একটা সময় শ্রীলঙ্কার স্কোর ছিল ২০৬ রানে ৬ উইকেট।
সেখান থেকে দুনিথ ওয়ালালাগে ও কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে করে ২০০ পার করে শ্রীলঙ্কা। ৭২ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন ওয়ালালাগে ও কামিন্ডু মেন্ডিস। এদিন শ্রীলঙ্কার ইনিংসে কোনও ব্যাটার খুব বড় স্কোর করতে পারেনি। দলগত ব্যাটিং করেই ২৪০ রানে পৌছোয় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৪০ রান করেন আভিস্কা ফার্নান্ডো ও কামিন্ডু মেন্ডিস। এছাড়া ৩৯ রান করেন ওয়াসালাগে, কুশল মেন্ডিস ৩০ ও চারিথ আসলঙ্কা ২৫ রান করেন।
advertisement
আরও পড়ুনঃ Gautam Gambhir: রান্নাঘরে কেমন ‘প্লেয়ার’ গম্ভীর! রইল ভারতীয় দলের কোচের অজানা গল্প
ভারতের হয়ে এদিন সর্বোচ্চ ৩টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া কুলদীপ যাদব ২টি, একটি করে উইকেট পান মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল। তবে ১৩৬ রানে শ্রীলঙ্কার স্কোর যখন ৬ উইকেট পড়ে গিয়েছিল, তখন ভারতীয় দলের আরও কম রানে শ্রীলঙ্কাকে অলআউট করা উচিত ছিল বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।