বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে দ্বিশতরান করে রেকর্ড করেছেন ইশান কিশান। কেরিয়ারের সেরা ফর্মেও রয়েছেন বাঁ তরুণ উইকেট রক্ষক-ব্যাটার। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটিতে প্রথম একদিনের ম্যাচে তাকে বাদ দিয়েই দল গড়তে চলেছে টিম ইন্ডিয়া। চোট না অন্য কোনও কারণ নয়, শুবমান গিলকে ওপেনিংয়ে সুযোগ দেওয়ার জন্য প্রথম একদিনের ম্যাচে ইশান কিশানকে মাঠের বাইরে থাকতে হচ্ছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রোহিত শর্মা।
advertisement
ভারত অধিনায়ক বলেন,'ঈশানের কাছ থেকে আমি কিছু কেড়ে নিতে চাইছি না। ঈশান দলের হয়ে দারুণ খেলছে। জানি এক দিনের ক্রিকেটে ওর দ্বিশতরানের ইনিংস রয়েছে। এটা দুর্দান্ত কৃতিত্ব। সত্যি বলতে বাধা নেই, যারা অতীতে ভাল পারফরম্যান্স করেছে, তাদের যথেষ্ট সংখ্যক ম্যাচ খেলার সুযোগ পাওয়া উচিত। কিন্তু এই মুহূর্তে শুবমান গিলকে ওর অতীত পারফরম্যান্সের ভিত্তিতে সুযোগ দেওা হচ্ছে। ইশানকেও সুযোগ দেওয়া হবে।'
আরও পড়ুনঃ রিয়াধে রাজকীয় হোটেল অস্থায়ী ঠিকানা রোনাল্ডোর, ভাড়া ও ব্যবস্থাপনা জানলে অবাক হবেন
প্রসঙ্গত, তিন ম্যাচের একদিনের সিরিজে মুখোমুখি হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। গুয়াহাটিতে ১০ তারিখ প্রথম একদিনের ম্যাচের পর ১২ তারিখ কলকাতায় দ্বিতীয় ও ১৫ তারিখ কেরালায় তৃতীয় একদিনের ম্যাচ। এর আগে টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত।