মেগা ফাইনালের আগে এবার মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দলকে কোনও টিপস দিতে চান কিনা, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বললেন, “আমার কোনও পরামর্শ নেই, টুর্নামেন্টের শুরুতে আমি একটা পরামর্শ দিয়েছিলাম, যাও এবং স্বাধীনভাবে খেল কারণ এটা টি-টোয়েন্টি ফরম্যাট… তাঁরা এটা করেছে। ভারত খুব শক্তিশালী দল… আমি শুরুতেই বলেছিলাম। এছাড়াও সাত মাসে দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠাটা দলের সামর্থ্যের কথা বলে। এই দল ভাল ফল করবে।”
advertisement
প্রসঙ্গত, এই ভারতীয় দল যে কতটা আলাদা তা এবারের টুর্নামেন্টে বারবার প্রমাণতি হয়েছে। এই দল বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাদের মত তারকারা ফর্মে ধারেকাছে মা থাকলেও প্রতিপক্ষকে দুরমুশ করতে জানে। এই দল জানে ২২ গজের বদলা ২২ গজেই কী করে নিতে হয়। সুপার এইটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গতবছরের ১৯ নভেম্বর ওডিআই বিশ্বকাপ ফাইনাল হারের বদলা নিয়েছে। এই দল ইংরেজদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে বুঝিয়ে দিয়েছে ভারতের শক্তি। এবার শুধু সামনে প্রোটিয়ারা। ২০০৭-এর সেঅ রাত ফিরবে ২০২৪-এ। অপেক্ষায় ১৫০ কোটির দেশ।