ভারতের প্রাক্তন অধিনায়ক দল থেকে বাদ দিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে উইকেটরক্ষকের ভূমিকা নেবেন ঋষভ পন্থ ৷ আগামী বছরই অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ ৷ সেটা মাথায় রেখে ঋষভকেই সুযোগ নির্বাচকদের ৷ বিসিসিআই-এর এক সিনিয়র কর্তা জানিয়েছেন, ‘‘ বিশ্বকাপের আগে মাত্র ২২টা টি টোয়েন্টি খেলবে ভারত ৷ তাই সেই টুর্নামেন্টের কথা মাথায় রেখেই দলের নির্বাচন ৷ ’’ ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টিতে ভারতের যে দল খেলতে নেমেছিল, প্রোটিয়াদের বিরুদ্ধে প্রায় সেই একই দল রেখে দেওয়া হল ৷ নতুন বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ছাড়া আপাতত কঠিন কোনও সিরিজ নেই বিরাটদের। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ঘরের মাঠে বিরাটরা খেলবেন বাংলাদেশ, জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে । এই তিন দলের বিরুদ্ধে ধোনি কি খেলবেন ? না কি একেবারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিরবেন ? না ক্যাপ্টেন কুলের মাথায় ঘুরছে অন্য কিছু ? সেই উত্তর একমাত্র তিনিই দিতে পারেন।
advertisement
আগামী ১৫ সেপ্টেম্বর ধরমশালায় ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টি টোয়েন্টি সিরিজ ৷ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের বাকি দু’টি ম্যাচ ১৮ সেপ্টেম্বর মোহালিতে ও ২২ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ৷