এমএস ধোনির শহর ঝাড়খণ্ডে হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় একদিনের ম্য়াচ। তিন ম্য়াচের সিরিজে শিখর ধওয়ানের দলের কাছে এই ম্য়াচ ডু অর ডাই। অপরদিকে টেম্বা বাভুমার দলের কাছে এই ম্য়াচ সিরিজ জয়ের সুযোগ। ফলে ঝাড়খন্ড ক্রিকেট অ্য়াসোসিয়েশনের স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ক্রিকেট দেখার অপেক্ষায় ক্রীড়া প্রেমিরা।
দ্বিতীয় ম্য়াচে নামার আগে চিন্তায় রেখেছে ভারতীয় দলের ব্য়াটিং লাইনআপ। কারণ শ্রেয়স আইয়র ও সঞ্জু স্য়ামসন ছাড়া অন্য় কোনও ভারতীয় ব্য়াটসম্য়ান বড় রান করতে পারেননি। তাই দ্বিতীয় ম্য়াচের নামার আগে অনুশীলনে ভুল-ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছেন শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, শিখর ধওয়ান, ইশান কিশানরা। বোলিং লাইনআপে শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব ছাড়া বাকিরা অনেক রান খরচ করেছিলেন। তাই দ্বিতীয় ম্য়াচে সেরাটা দিতে প্রস্তুত মহম্মদ সিরাজ, আভেস খান, রবি বিষ্ণোইরা।
advertisement
অপরদিকে, প্রথম ম্য়াচ জয়ের পর অনেকটাই আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা দল। কুইন্টন ডিকক, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলারদের ফর্ম ভরসা দিচ্ছে দলকে। বল হাতেও দারুণ ছন্দে রয়েছেন কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি, ওয়েন পার্নেল, কেশব মহারাজরা। সব মিলিয়ে দ্বিতীয় ম্য়াচ জিতেই সিরিজ পকেটে পুরতে বদ্ধপরিকর টেম্বা বাভুমার দল।
ঝাড়খন্ডে দিন-রাতের খেলা হওয়ায় শিশির গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই যেই দল টস জিতবে প্রথমে বল করাই পছন্দ করবে। শক্তির বিচারে দক্ষিণ আফ্রিকা দল কিছুটা এগিয়ে থাকলেও, যেই দল টস জিতবে তাদেরকেই ম্য়াচে অ্য়াডভান্টেজ দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।