টেস্ট সিরিজে ভারতীয় দলের হয়ে ওপেন করার কথা রোহিত শর্মা ও শুভমান গিলের। তবে দলে ব্যাকআপ হিসেবে ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই চলাকালীন আঙুলে চোট পান তরুণ ব্যাটার। যেই কারণে তৃতীয় ওডিআইতে খেলতে পারেননি তিনি। তার জায়গায় অভিষক হয় রজত পাতিদারের। কিন্তু এবার জানা যাচ্ছে আঙুলে চোটের কারণে টেস্ট সিরিজেও খেলতে পারবেন না ঋতুরাজ গায়কোয়াড়।
advertisement
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, দ্বিতীয় ওডিআইতে চোট লাগার পর মনে হয়েছিল চোট খুব একটা গুরুতর নয়। কিন্তু পরে পরীক্ষায় দেখা যায় ঋতুরাজের আঙুলে চির ধরেছে। তার বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন। যার ফলে টেস্ট সিরিজে পাওয়া যাবে না ঋতুরাজ গায়কোয়াড়কে।
আরও পড়ুনঃ KKR Team News: কেন ২৪.৭৫ কোটি টাকা দিয়ে স্টার্ককে কিনেছে কেকেআর? রহস্য ফাঁস করলেন গৌতম গম্ভীর
প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর বক্সিং ডে -তে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে টেস্ট সিরিজ জেতার রেকর্ড নেই ভারতের। রোহিত শর্মার দলের কাছে রয়েছে ইতিহাস তৈরির সুযোগ।