এবারের লড়াই সিনিয়র নয়, অনূর্ধ্ব-১৯ দলের। ১০ ডিসেম্বর রবিবার এশিয়া কাপের ম্যাচে পাকিস্তান প্রথমে বোলিং করে। ভারতকে ২৫৯ রানে সীমাবদ্ধ করে তারা। বোলিং বিভাগে বড় ভূমিকা পালন করেন মহম্মদ জিশান।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচটি অনেকদিন ধরেই প্রতীক্ষিত ছিল। রোহিত শর্মার অধিনায়কত্বে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল সিনিয়র দল।
advertisement
রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়ক শাদ বেগ টসে জিতে বোলিং বেছে নেন। ভারতের অধিনায়ক উদয় সাহারান, আদর্শ সিং এবং সচিন ধসের অর্ধশতকের ভিত্তিতে ৯ উইকেটে ২৫৯ রান করে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন- বাঁদর কামড়ে দিয়েছে রিঙ্কু সিংকে! শুভমান গিল দিলেন ভেতরের খবর
পাকিস্তান ক্রিকেট দলে এখন একজন বোলার রয়েছেন যাঁর উচ্চতা ৬ ফিট ৮ ইঞ্চি। তাঁর নাম মহম্মদ জিশান। তিনি আজকাল খবরে আছেন। নেপালের বিরুদ্ধে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এদিন ভারতের বিরুদ্ধেও ৪ উইকেট নেন তিনি।
এই ম্যাচে তিনি পাকিস্তানের সবচেয়ে সফল বোলার। ১০ ওভারে ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন। ভারত ও পাকিস্তান তাদের প্রথম ম্যাচ জিতেছে। এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ দুই দল শুরু করেছে জয় দিয়ে। টিম ইন্ডিয়া আফগানিস্তানের বিরুদ্ধে জিতেছে। আর পাকিস্তান নেপালকে হারিয়েছে। আশ্চর্যের বিষয় হল, লক্ষ্য তাড়া করতে নেমে দুই দলই জিতেছে ৭ উইকেটে।
আরও পড়ুন- IPL 2024: কবে শুরু হবে আইপিএল ২০২৪? নিলামের আগেই জানা গেল বড় আপডেট
এই খবর লেখা পর্যন্ত পাকিস্তান ৩২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছে। অর্থাৎজয় থেকে খুব বেশি দূরে নেই তারা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F