আরও পড়ুন- ‘ভারতকে বিশ্বকাপে হারানোর মতো গর্বের কিছু হয় না...’, বললেন ম্যাচের সেরা শাহিন আফ্রিদি
advertisement
ভারতের ১৫২ রান তাড়া করতে নেমে কোনও উইকেট না হারিয়ে পাকিস্তানের দুই ওপেনারই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন রবিবার ৷ ম্যাচ শেষে দেখা যায়, মহম্মদ রিজওয়ানকে জড়িয়ে ধরেছেন বিরাট কোহলি ৷ চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ক্রিকেটারদের হাসিমুখে এই সৌহর্দ্য বিনিময়েই ম্যাচের বড় পাওনা ৷ যদিও অনেকে আবার খুশিও নন এই ছবিতে ৷ সোশ্যাল মিডিয়ায় বিরাট কেন ম্যাচ হেরে হাসিমুখে রিজওয়ানকে জড়িয়ে ধরেছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরা ৷
আরও পড়ুন- ‘আপনি কি বিতর্ক চাইছেন...?’ সাংবাদিকের কোন প্রশ্নে মেজাজ হারালেন কোহলি ?
বিরাট এবং রিজওয়ানের এই আলিঙ্গনের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। অধিকাংশ মানুষই লেখেন কোহলি এবং রিজওয়ানের মধ্যে কী দারুণ মুহূর্ত! এক নেটিজেন ফেসবুকে লেখেন, 'এই ছবিটা ক্রিকেট এবং স্পোর্টসম্যানশিপের প্রতি আমার বিশ্বাস গড়ে তুলেছে।' এক নেটিজেনের কথায়, ‘কতবার হৃদয় জিতবেন কোহলি?’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও ট্যুইট করে বলা হয়, ‘স্পিরিট অফ ক্রিকেট।’