প্রথম ম্যাচ থেকেই বোঝা গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির মতই সংযুক্ত আরব আমিরশাহির উইকেট মন্থর ও স্পিনাররা বেশি সাহায্য পেতে চলেছে। ম্যাচ জেতার পর সূর্যকুমার যাদব কার্যত জানিয়েই দিলেন আগামী ম্যাচগুলিতে স্পিনারদের উপরই আস্থা রাখতে চলেছে দল। সেখানে ৩ স্পিনার ও ১ পেসার নিয়েই নামতে পারে ভারত। ফলে অর্শদীপ সিংকে বেঞ্চেই কাটাতে হতে পারে।
advertisement
সূর্যকুমার যাদব বলেন, “এখানকার পিচ সম্পর্কে দলের অনেকেরই ভালো ধারণা ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো এখানেই অনুষ্ঠিত হয়েছিল, তখন দল বেশ কিছুদিন এখানে অবস্থান করেছিল। পিচের ধরন এখনো প্রায় একই রকম, তবে একটু মন্থর। গরমও ভালোই ছিল। তাই মনে হচ্ছিল স্পিনাররা ভালো পারফর্ম করবে। এজন্য আমরা স্পিনারদের উপরই বেশি নির্ভরতা রেখেছিলাম। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং অক্ষর পটেল ভালো বল করে। এছাড়া জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে-রাও তাদের সাহায্য করেছে।”
আরও পড়ুনঃ এবার পালা পাকিস্তানের! প্রথম ম্যাচেই ৫টি বড় রেকর্ড গড়ে ‘রণডঙ্কা’ বাজিয়ে দিল ভারত
পাকিস্তান ম্যাচ খেলার জন্য যে দলের সকল ক্রিকেটাররা অপেক্ষা করছে সেকথাও জানিয়েছেন সূর্যকুমার যাদব। তিনি বলেন,”দলের সবাই খুব উত্তেজিত পাকিস্তান ম্যাচের জন্য। আরও একটা ভাল ম্যাচ খেলতে চাই। দলের ছেলেরা খুব আত্মবিশ্বাসী।”