TRENDING:

India vs Pakistan: ফের হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ! তাও আবার বিশ্বকাপের আগেই

Last Updated:

India vs Pakistan: ৫ অক্টোবর খেকে শুরু হতে চলেছে আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩। আর ভারত বনাম পাকিস্তান মহারণ হতে চলেছে ১৪ অক্টোবর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচ ঘিরে তুঙ্গে উত্তেজনা-উন্মাদনা। কিন্তু তার আগেই আরও একবার ২২ গজে মুখোমুখি হতে চিরপ্রতিদ্বন্দ্বি দুই দেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ৫ অক্টোবর খেকে শুরু হতে চলেছে আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩। আর ভারত বনাম পাকিস্তান মহারণ হতে চলেছে ১৪ অক্টোবর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচ ঘিরে তুঙ্গে উত্তেজনা-উন্মাদনা। কিন্তু তার আগেই আরও একবার ২২ গজে মুখোমুখি হতে চিরপ্রতিদ্বন্দ্বি দুই দেশ।
ভারত বনাম পাকিস্তান
ভারত বনাম পাকিস্তান
advertisement

সদ্য সমাপ্ত এশিয়া কাপের সূচি যেইভাবে ছিল তাতে পাকিস্তান ফাইনালে উঠলে মোট ৩ বার দেখা যেত ভারত-পাক দ্বৈরথ। কিন্তু গ্রুপ পর্ব ও সুপার ফোরে দুবার একে অপরের আমনে-সামনে হলেও ফাইনালের আগেই প্রতিযোগিতা থেকে বিদায় নেই বাবররা। যার ফলে তৃতীয় সাক্ষা‍ৎ আর এশিয়া কাপে হয়নি রোহিত-বাবরদের।

তবে বিশ্বকাপের আগে সবকিছু ঠিকঠাক থাকলে দুই দেশ আবার মুখোমুখি হবে। তাও আবার আন্তর্জাতিকমানের প্রতিগিতার ফাইনালে। এশিয়ান গেমসের ফাইনালে মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। যেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনা সামলে রাখতে পারছেন না এশিয়ান গেমসে ভারতীয় দলে থাকা রিঙ্কু সিং। তিনি চাইছেন পাকিস্তানই যেন ফাইনালে ওঠে ও তাদের হারিয়েই জয়ী হোক ভারত।

advertisement

আরও পড়ুনঃ ODI World Cup 2023: বিশ্বকাপের আগে রোহিত শর্মা ৩ চিন্তা, সমাধানের খোঁজে ভারত অধিনায়ক

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

প্রসঙ্গত, এবার এশিয়ান গেমসে টি-২০ ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বকাপে থাকায় দ্বিতীয় দল পাঠাচ্ছে ভারত। এমনিতেও ভারত, পাকিস্কান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এশীয় ক্রিকেটের শক্তিধর দেশগুলি খেলবে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল থেকে। অনান্য দেশদের কোয়ার্টার ফাইনালে পৌছতে খেলতে হবে যোগ্যতা অর্জন পর্ব। আর সূচি অনুসারে ভারত-পাকিস্তান দুই দলই যদি কোয়ার্টার ও সেমিফাইনাল জেতে তাহলে ফাইনালে মহারণ।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan: ফের হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ! তাও আবার বিশ্বকাপের আগেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল