এসিসির প্রকাশিত সূচি অনুযায়ি ১৯ জুলাই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এমার্জিং এশিয়া কাপ আসর বসছে শ্রীলঙ্কায়। প্রথম ম্যাচ ১৩ জুলাই। এই টুর্নামেন্টে ভারত-এ, পাকিস্তান-এ, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহি, শ্রীলঙ্কা-এ, বাংলাদেশ-এ, আফগানিস্তান-এ এবং ওমান-এ সহ মোট ৮টি দল অংশগ্রহণ করবে। ২৩ জুলাই অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল।
advertisement
৮ টি দল ২ গ্রুপে বিভক্ত
৮ টি দল ২ গ্রুপে ভাগ করা হয়েছে৷ ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহি৷ এই গ্রুপটি বি গ্রুপ৷ অন্যদিকে গ্রুপ এ-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং ওমান। ১৩ জুলাই বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এক একটি দল গ্রুপ পর্বে ৩ টি করে ম্যাচ খেলবে৷
কবে কার সঙ্গে লড়বে টিম ইন্ডিয়া?
ভারতীয় দল ১৪ জুলাই সংযুক্ত আরব আমিরশাহিতে বিরুদ্ধে অভিযান শুরু করবে। এরপর ১৭ জুলাই নেপাল ও ১৯ জুলাই পাকিস্তানের মুখোমুখি হবে।
এমার্জিং এশিয়া কাপের জন্য ভারতীয় স্কোয়াড: সাই সুদর্শন, অভিষেক শর্মা, যশ ধুল (সি), নিকিন জোশ, প্রদোষ রঞ্জন পল, রিয়ান পরাগ, নিশান্ত সান্ধু, প্রভসিমরান সিং, ধ্রুব জুরেল, মানব সুথার, আকাশ সিং, নীতীশ কুমার রেড্ডি, রাজবর্ধন হেঙ্গারগকর , যুবরাজ সিং দোদিয়া, হর্ষিত রানা।