ঠিক ২ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। ২৯ জুনের পর ১৩ জুলাই। আরও এক বিশ্বজয় ভারতের। চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের প্রাক্তনদের নিয়ে তৈরি টিমকে ৫ উইকেটে হারিয়ে লেজেন্ডদের বিশ্বকাপ জিতল যুবরাজ সিং, হরভজন সিং, রবিন উথাপ্পা, ইরফান পাঠান, ইউসুফ পাঠানরা। ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানকে হারিয়ে উড়ল ভারতের পতাকা।
advertisement
ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ করে পাকিস্তান। সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন শোয়েব মালিক। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন অনুরীত সিং। রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় লেজেন্ডদের ভারতীয় দল। ৩০ বলে ৫০ করে ম্যাচের সেরা হন অম্বাতি রায়ডু। এছাড়া গুরুত্বপূর্ণ অবদান রাখেন যুবরাজ সিং, ইরফান-ইউসুফ পাঠান ও গুরকিরত সিং মান।
আরও পড়ুনঃ Gautam Gambhir: কেকেআরের কোন সদস্যদের ভারতীয় দলে চান গম্ভীর? সামনে এল অবাক করা দুই নাম
প্রসঙ্গত, এই প্রতিযোগিতায় শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে ভারতীয় দল। যুবরাজ সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠানদের দেখা যায় পুরনো ছন্দে। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে দুরমুশ করার পর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে অনেকটাই যেন ২০০৭-এর পুনরাবৃত্তি ঘটাল ভারতীয় দল। ফাইনাল জয়ের পর সেলিব্রেশনে মাতে প্রাক্তনদের টিম ইন্ডিয়া।