এরইমধ্যে কাশ্মীরে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম মুখোমুখি লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বি দেশকে ফুৎকারে উড়িয়ে দিল ভারত। তবে এই জয় এসেছে খেলার মাঠে। তবে সেটা ক্রিকেট বা ফুটবলে নয়, বেসবল টুর্নামেন্টে। সেখানে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারায় ভারতের মেয়েরা। বিএফএ মহিলাদের বেসবল এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। থাইল্যান্ডে শেষ ইনিং পর্যন্ত ফলাফল ছিল ১-১। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে ভারতীয় দল।
advertisement
আরও পড়ুনঃ KKR vs PBKS: কেকেআরে একসঙ্গে ৩ বদল! কে থাকছে আর কে পড়ছে বাদ? পঞ্জাবের বিরুদ্ধে মহাচমক দেবে নাইটরা
প্রসঙ্গত, বেসবল খেলা নিয়ে ভারতীয় ক্রীড়া প্রেমিদের খুব একটা উৎসাহ দেখা যায় না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরে জঙ্গি হামলার পর যে কোনও ক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে জয়কে সেলিব্রেট করতে তৈরি গোটা দেশ। তাই মহিলা বেসবলেও ভারতের এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জবাবের অপেক্ষা দেশ।