ফ্যানরা ট্যুইটারে এবং শামির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে কমেন্ট করেছেন, পাকিস্তানের কাছে নাকি টাকা নিয়ে ভারতকে ইচ্ছাকৃত হারিয়েছেন শামি ! এ ছাড়াও আরও শামিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে ভরিয়ে দিয়েছেন একদল মানুষ ৷ যা নিয়ে শামির কোনও মন্তব্য না পাওয়া গেলেও এ ব্যাপারে ভারতীয় স্পিডস্টারের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা ৷ আকাশ চোপড়া থেকে শুরু করে হরভজন, ইরফান পাঠান প্রত্যেকেই শামির পাশে দাঁড়িয়েছেন ৷ তাঁদের সবারই একই মন্তব্য, এমন বিষয়গুলি কিছুতেই মেনে নেওয়া যায় না !
advertisement
প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া ট্যুইটারে লিখেছেন, ‘‘ অনলাইনে ট্রোল তারাই করেন, যারা খেলোয়াড়দের বাড়িতে বিনা কারণে পাথর ছোড়েন ৷ না আছে তাদের ঠিকঠাক প্রোফাইল বা প্রোফাইল পিকচার...৷’’
ইরফান পাঠান লেখেন, ‘‘ আমি যখন খেলতাম, সেইসময়েও পাকিস্তানের কাছে হারের পর আমাকে এই সব শুনতে হত... যে চলে যাও পাকিস্তান ! এ গুলি এবার বন্ধ হওয়া উচিৎ ৷’’
হরভজন লেখেন, ‘‘ আমরা তোমায় ভালোবাসি শামি...৷’’