পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার ২৬ জন নীরিহ ভারতীয়র প্রাণ হারায়। জঙ্গিদের খোঁজে এখনও তল্লাশি চলছে কাশ্মীরে। কিন্তু তাদের খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার জন্য পাকিস্তানের দিকে আঙুল তুলেছে ভারত। কুটনেতিক স্তরে পাকিস্তানকে কোণঠাসা করতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। বড়সড় প্রত্যাঘাতের অপেক্ষায় পুরো দেশবাসী। এরইমধ্যে চার তারকা পাক ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করা হল।
advertisement
দু’দিন আগেই পাকিস্তানের সোনাজয়ী জ্যাভলিন খেলোয়াড় আর্শাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে ভারতে। কয়েক দিন আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার, বাসিত আলি ও রশিদ লতিফের ইউটিউব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে মোট ১৬টি ইউটিউব অ্যাকাউন্ট।
আরও পড়ুনঃ KKR News: কেকেআর পেল নতুন ম্যাচ উইনার! প্লেঅফে ওঠার লড়াই সহজ হল নাইটদের
বাবর, রিজওয়ান, শাহিন এবং হারিস বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে অন্যতম এবং তারা সারা বিশ্বে বিপুল ভক্ত-সমর্থক রয়েছে। ভারতে পাকিস্তানি তারকাদের বিপুল সংখ্যক ভক্ত রয়েছে। ইনস্টাগ্রামে তাদের অনুসারীর একটা বড় অংশ ভারতীয়। তা বন্ধ করতেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।