আরও পড়ুন - মেজাজে শাহিন আফ্রিদি, আগুনে গতির বলে আফগান ব্যাটসম্যানকে পাঠালেন হাসপাতালে
এই অবস্থায় নিজেদের দ্বিতীয় তথা শেষ প্র্যাক্টিস ম্যাচে পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামার কথা ছিল ভারত-নিউজিল্যান্ডের। বিশ্বকাপের আগে নিজেদের কম্বিনেশন যাচাই করে নেওয়ার দু'দলের সামনে এটাই ছিল শেষ সুযোগ। যদিও ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেই সুযোগ হাতছাড় হয় তাদের।
advertisement
ট্রেনট বোল্ট, টিম সাউদি, লকি ফর্গুশন, ইশ সোধিদের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের দেখে নেওয়ার সুযোগ হারালেন। মন রাখতে হবে শেষবার আরবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিল নিউজিল্যান্ড। রানার্স আপ হয়েছিল তারা।
পাশাপাশি মার্টিন গাপ্তিল, ফিন আল্যেন, কেন উইলিয়ামসনদের বিপক্ষে ভারতীয় বোলাররা নিজেদের মেপে নেওয়ার সুবর্ণ সুযোগ হারালেন। তবে কিছু করার নেই। প্রকৃতির ওপর কার হাত আছে? তবে ম্যাচ বাতিল হয়ে যাওয়ার কারণে বিশেষ চিন্তিত নন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। নিজেদের প্রস্তুতি সঠিক পদ্ধতিতে চলছে। নেট প্র্যাকটিস চলছে নিয়ম মেনে। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর খুশি দলের অনুশীলন পদ্ধতিতে। বোলিং কোচ পরশ মামরেও খুশি বোলারদের অনুশীলন পদ্ধতিতে।