TRENDING:

করভা চৌথের জন্য পিছিয়ে গেল ভারত-নিউজিল্যান্ড ম্যাচ !

Last Updated:

দিল্লির ফিরোজ শাহ কোটলায় হওয়ার কথা ছিল এই ম্যাচ। দিন বদলে করা হল ২০ অক্টোবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : করভা চৌথ ৷ এই দিন স্বামীর জন্য বিশেষ ভাবে উপবাস রাখেন স্ত্রী-রা ৷ চাঁদের সঙ্গে স্বামীর মুখ দেখেই উপবাস ভাঙেন তাঁরা ৷ এই বিশেষ পর্ব উত্তর ভারতে যথেষ্ট প্রচলিত ৷ কিন্তু যতো বড়ই উৎসব হোক না কেন, তার জন্য ম্যাচ কখনও পিছিয়ে গিয়েছে, এমনটা কিন্তু সচরাচর শোনা যায় না ৷ এমনকী, ভারতের সবচেয়ে বড় উৎসব দিওয়ালিতেও আগে ক্রিকেট ম্যাচ হয়েছে ৷ কিন্তু এবার বিশেষ কারণে ম্যাচ গেল পিছিয়ে ৷ আর তার কারণ হল করভা চৌথ ৷ হ্যাঁ, এই বিশেষ পর্বের জন্যই ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ান ডে হবে ১৯ অক্টোবরের বদলে ২০ অক্টোবর ৷
advertisement

দিল্লির ফিরোজ শাহ কোটলায় হওয়ার কথা ছিল এই ম্যাচ। দিন বদলে করা হল ২০ অক্টোবর। একদিন পিছিয়ে দেওয়া হল তৃতীয় একদিনের ম্যাচ। বৃহস্পতিবার বিসিসিআই-এর তরফে এই পরিবর্তনের কথা জানানো হয়। সিনিয়র বিসিসিআই এবং ডিডিসিএ-র সহ-সভাপতি সিকে খান্না জানিয়েছেন, এক দিন বদলের বিষয়টি বিসিসিআই মেনে নিয়েছে। তিনি বলেন, ‘‘আমরা বিসিসিআইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুরোধ মেনে নেওয়ার জন্য। আমরা চিঠিও পেয়ে গিয়েছি।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

আসলে ডিডিসিএ-র বক্তব্য ছিল উত্তর ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব হল এই করভা চৌথ ৷ এইদিন ম্যাচ হলে মাঠে সেভাবে দর্শক আসবেন না ৷ অর্থাৎ টিকিট বিক্রি কম হবে বলেই মত ছিল দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৷ একদিনের পরিবর্তন টুর্নামেন্টের সূচীতে বিশেষভাবে প্রভাব ফেলবে না বলেও  জানায় ডিডিসিএ ৷ তাদের সেই অনুরোধ শেষপর্যন্ত মেনে নিয়েছে বিসিসিআই ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
করভা চৌথের জন্য পিছিয়ে গেল ভারত-নিউজিল্যান্ড ম্যাচ !