এই সিরিজে ভারতীয় দলের একাধিক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। ভারতীয় দলের প্রথম একাদশে ওপেনিংয়ে রয়েছেন ইশান কিশান ও ঋষভ পন্থ। এছাড়া দলের মিডল অর্ডারে খেলছেন সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়র ও দীপক হুডা। দলে দুজন অলরাউন্ডার রয়েছে। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ছাড়া স্পিনার অলরাউন্ডার হিসেবে খেলছেন ওয়াশিংটন সুন্দর। দলে রয়েছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। দলের তিন পেসার হলেন ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিং।
advertisement
অপরদিকে, নিউজল্যান্ড দলের প্রথম একাদশে ওপেনিংয়ে ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। মিডল অর্ডারে রয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস ও ডায়ার্ল মিচেল। প্রয়োজনে বলও করে থাকেন মিচেল। দলে মিডিয়াম পেসার অলরাউন্ডার হিসেবে রয়েছেন জিমি নিশাম ও স্পিনার অলরাউন্ডার হিসেবে খেলছেন মিচেল স্যান্টনার। প্রথম একাদশে রয়েছেন লেগ স্পিনার ইশ শোধি। এছাড়া ৩ পেসার হলেন টিম সাউদি, অ্যাডাম মিলনে ওলকি ফার্গুসন।
প্রসঙ্গত, শেষবার নিউজ্ল্যান্ড সফরে গিয়ে টি-২০ সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছিল ভারতীয় দল। ৫-০ ব্যবধানে সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। এবার ভারতীয় দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, মহম্মদ শামিরা। তবে তরুণ দল নিয়ে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য হার্দিক পান্ডিয়ার।
