পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪ রান করে নাসিম শাহের বলে প্লে ডাউন হয়েছিলেন কেএল রাহুল। যা অনেকটাই এশিয়া কাপের পুনরাবৃত্তি ছিল। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ওপেন করতে নেমে ঠান্ডা মাথায় শুরু করার চেষ্টা করেছিলেন রাহুল। একটি চারও মারেন তিনি। ১২ বলে ৯ রান করার পর পল ভ্যান মিকেনের বলে আউট হন কেএল রাহুল।
advertisement
প্রসঙ্গত, শেষ ৫টি টি-২০ ম্যাচে আমরা যদি বিরাট কোহলির পরিসংখ্যান দেখি পাকিস্তানের বিরুদ্ধে ৪, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৭ ও ৫১, এছাডা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ ও ১০। ফলে ফর্ম যে ওঠা নামা করছে কেএল রাহুলের তা এই পরিসংখ্যান থেকেই প্রমাণিত। চোট ও কোভিড সারিয়ে ফেরার পর থেকে সেই পুরোনো ছন্দও দেখা যাচ্ছে না ভারতীয় তারকা ওপেনারের।
আরও পড়ুনঃ দলে নেই কোনও পরিবর্তন, নেদারল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের
আগামি রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ম্যাচ ভারতের। সেই ম্যাচে ওপেনিংয়ে রাহুলকে দেখা যাবে কিনা সেটাই বড় প্রশ্ন। কারণ ঋষভ পন্থ রিসার্ভ বেঞ্চে রয়েছেন। টি-২০ ক্রিকেটে ওপেন করার অভিজ্ঞতাও রয়েছে পন্থের। তবে ক্রিকেট বিশেষজ্ঞা মনে করছেন দক্ষিণ আফ্রিকা ম্যাচই কেএল রাহুলের অগ্নি পরীক্ষা হতে চলেছে।