অঙ্গরিক্স রঘুবংশী বেশ শ্লথ ব্যাটিং করেছিলেন। বিষয়টা নজর এড়ায়নি লক্ষণের। ইয়াশ ধুল এবং শেখ রশিদ জমে যাওয়ায় বিপদে পড়তে হয়নি ভারতকে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে এই ভুল করতে দিতে চান না ভিভিএস।
advertisement
দুই ওপেনারকে তিনি নির্দেশ দিয়েছেন প্রথম দশ ওভার পাওয়ার প্লে কাজে লাগাতে। অন্তত একজন আগ্রাসী ব্যাটিং করুক এমনটাই চান তিনি। তার ফলে মিডল অর্ডারের ওপর চাপ পড়বে না। ইংলিশ বোলারদের বেশি সম্ভ্রম দেখালে মাথায় চেপে বসবে। তাই যেটুকু খবর অঙ্গরিক্স রঘুবংশীকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। হারনুর বাঁহাতি ব্যাটসম্যান। ফলে তিনি যদি উইকেটে দীর্ঘক্ষন থাকতে পারেন, ১৫ ওভারের পর রান তোলা সহজ হয়ে যাবে ভারতের কাছে।
এই ফর্মুলা মাথায় রেখেই নামতে হবে ফাইনালে। তাতে যদি উইকেট হারাতে হয় অসুবিধা নেই। কিন্তু দুজন ওপেনারকেই অতি রক্ষণাত্মক মানসিকতা দেখালে চলবে না। আজ, শনিবার স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে পঞ্চম খেতাবের লক্ষ্য নামছেন ইয়াশ ধুলরা। প্রতিপক্ষ ইংল্যান্ড। স্পিন অস্ত্রেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে সেমিফাইনালে ধরাশায়ী করেছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধেও একই মন্ত্রে বিশ্বাস রাখছেন ধুলরা।
ভারতীয় ক্রিকেটারেরা ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে গিয়েছেন ক্রিকেটবিশ্বে। শেষ ম্যাচে যশ ধুল ও শেখ রশিদের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন মাইকেল ভন থেকে ব্র্যাড হগ। যুবরাজ সিংহও লিখেছেন, কাপ এ বার নিয়ে ফের। বাঁ-হাতি পেসার জোশুয়া বোডেন পেয়েছেন ১৩টি উইকেট।
ইংল্যান্ড শিবিরে তাঁরাই মুখ্য তারকা। তাঁদের সঙ্গেই রয়েছেন রেহান আহমেদ। ইংল্যান্ডের লেগস্পিনার বিস্মিত করেছেন যুব ক্রিকেটারদের। তবে যাই হোক, রঘুবংশী এবং হারনুরকে ওপেনিংয়ে বিশেষ দায়িত্ব নিতে হবে সন্দেহ নেই।