গত ম্যাচে চোট পেয়ে শেষের কয়েক ওভার মাঠে থাকতে পারেননি কোহলি। তবে ক্যাপ্টেনেের চোট যে গুরুতর নয় তার ইঙ্গিত দিয়েছিল বিসিসিআই। ফলে আজ তিনি থাকছেন। যদিও গত ম্যাচে কোহলির অনুপস্থিতিতে প্রংশসনীয়ভাবে ক্যাপ্টেন্সি সামলেছিলেন রোহিত শর্মা। সুনীল গাওয়াস্কার বলেছিলেন, রোহিত স্লগ ওভারে শার্দুল ঠাকুর ও অন্য বোলারদের যেভাবে গাইড করেছিলেন তা দেখার মতো ছিল। এমনকী শেষবেলায় রোহিতের ক্যাপ্টেন্সির জন্যই ভারত জয়ের পথ ধরে এগিয়েছিল বলেও দাবি করেছিলেন সানি। তাঁর সেই দাবি অমূলক ছিল না। ফলে আজ ক্যাপ্টেন কোহলি ফিরলে তাঁর ক্যাপ্টেন্সি নিয়ে কাঁটাছেড়া করতে পারেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও এমন ডু অর ডাই ম্যাচে কোহলি সব সময়ই দুর্দান্ত হয়েই ফিরে আসেন।
advertisement
টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রাখলে এই সিরিজ দারুন গুরুত্বপূর্ণ। কারণ এই সিরিজ যে দল জিতব তারা অনেকটা আত্মবিশ্বাস আগেভাগেই জুটিয়ে ফেলবে। তাই টি-২০ সিরিজ জিতে ভারত ও ইংল্যান্ড, দুই দলের অধিনায়কই প্রস্তুতি ভালভাবে সেরে ফেলতে চাইবেন।