হায়দরাবাদে টস ভাগ্য সাথ দেয়নি রোহিত শর্মার। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ওপেনিং জুটিতে অর্ধশতরানের পার্টনারশিপ করেন জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট। কিন্তু তারপর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড।
শুরুর দিকে বেন ডাকেট ৩৫, জনি বেয়ারস্টো ৩৭ রান করেন। কিন্তু তারপর দলকে কার্যত একার হাতে টানেন বেন স্টোকস। একটা সময় ইংল্যান্ডেক স্কোর ২০০ পার হবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। তবে স্টোকসের ৭০ রানের ইনিংসের সৌজন্য সম্মানজনক স্কোর করে ইংল্যান্ড।
advertisement
হায়দরাবাদের উইকেটে যে স্পিনারদের জন্য স্বর্গরাজ্য হতে চলেছে তা বোঝা গিয়েছিল দিনের প্রথম সেশনেই। ১০টি উইকেটের মধ্যে ৮টি উইকেটই নেন স্পিনাররা। রবিচন্দ্রন অশ্বিন ৩টি ও রবীন্দ্র জাদেজা ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন অক্ষর প্যাটেল জসপ্রীত বুমরাহ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2024 4:07 PM IST