ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের ইতিহাসে এতদিন সর্বোচ্চ স্কোরের রেকর্ড ছিল প্রাক্তন ভারতীয় কিংবদন্তী সচিন তেন্ডুলকরের ঝুলিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটের সবথেকে বড় ফর্ম্যাটে ৫৩টি ইনিংসে ২৫৩৫ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। যেই রেকর্ড এতদিন অটুট ছিল।
হায়দরাবাদে জো রুট ব্যাট করতে নামার আগে ভারতের বিরুদ্ধে টেস্টে জো রুটের স্কোর ছিল ২৫২৬। সচিন তেন্ডুলকের রেকর্ড ভাঙার জন্য প্রয়োজন ছিল মাত্র ১০ রান। সেই রান করতেই সচিনকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ২৯ রান করে আউট হওয়ার পর জো রুটের ভারতের বিরুদ্ধে স্কোর দাঁড়িয়েছে ৪৬ ইনিংসে ২৫৫৫ রান।
advertisement
প্রসঙ্গত, এই তালিকায় বর্তমানে শীর্ষে জো রুট, দ্বিতীয় সচিন তেন্ডুলকর। তারপর ৬৭টি ইনিংসে ২৪৮৩ রান করে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের আরও এক কিংবদন্তী সুনীল গাভাসকর। ৫৪টি ইনিংসে ২৪৩১ রান করে চতুর্থ স্থানে রয়েছেন অ্যালেস্টার কুক। ৫০টি ইনিংসে ১৯৯১ রান পঞ্চম স্থানে রয়েছেন বিরাট কোহলি।