TRENDING:

IND vs ENG: ইংল্যান্ড সফরে ভারত গড়ল ১১টি বড় বিশ্বরেকর্ড, ইতিহাসের পাতায় শুভমান গিলের দল

Last Updated:

11 Major Records Broken By Indian Players During IND vs ENG Series: ব্যাটিং থেকে বোলিং প্রতিটি বিভাগে ভারতীয় দল এই ইংল্যান্ড সফরে অসংখ্য নজির গড়েছে। এক ঝলকে দেখে নেওয়া এবারের ইংল্যান্ড সফরে ভারতীয় দলের গড়া ১১টি বড় রেকর্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইংল্যান্ড সফরে বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিনের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়াই এক তরুণ ভারতীয় দল যেভাবে সাহসিকতার সঙ্গে লড়েছে, হার না মানা মনোভাব দেখিয়েছে, সিরিজ ড্র করেছে, তা এক কথায় অসাধারণ। ব্যাটিং থেকে বোলিং প্রতিটি বিভাগে ভারতীয় দল এই ইংল্যান্ড সফরে অসংখ্য নজির গড়েছে। এক ঝলকে দেখে নেওয়া এবারের ইংল্যান্ড সফরে ভারতীয় দলের গড়া ১১টি বড় রেকর্ড।
(Photo-AP)
(Photo-AP)
advertisement

১. ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন শুভমান গিল। তিনি পাঁচ টেস্টে ৭৫৪ রান করে রেকর্ড গড়েছেন। তিনি ইংল্যান্ডের গ্রাহাম গুচের ১৯৯০ সালের ৭৫২ রানের রেকর্ড ভেঙেছেন।

২. ভারতের পক্ষে একজন অধিনায়ক হিসেবে সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন গিল। সুনীল গাভাসকরের ৭৫৪ রানের রেকর্ডকে ছাপিয়ে গিয়ে গিল করেছেন ৭৫৪ রান। গিলের সামনে শুধু রয়েছে স্যার ডন ব্র্যাডম্যানের অধিনায়ক হিসেবে ৮১০ রানের রেকর্ড।

advertisement

৩. SENA দেশগুলিতে ৭০০+ রান করা প্রথম এশীয় ব্যাটার হলেন শুভমান গিল। গিল হলেন প্রথম এশীয় ব্যাটার যিনি SENA দেশগুলিতে কোনও টেস্ট সিরিজে ৭০০ রান করেছেন। আগের রেকর্ড ছিল বিরাট কোহলির (৬৯২, অস্ট্রেলিয়া, ২০১৪-১৫)।

৪. ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসও এখন শুভমান গিলের দখলে। দ্বিতীয় টেস্টে এজবাস্টনে গিল ২৬৯ রান করেন, যা কোহলির আগের রেকর্ড (২৫৪ রান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ২০১৯) ভেঙে দেয়।

advertisement

৫. SENA দেশগুলোতে ডাবল সেঞ্চুরি করা প্রথম এশীয় অধিনায়ক হয়েছেন শুভমান গিল। ভারত অধিনায়কের আগে এই রেকর্ড ছিল তিলকরত্নে দিলশানের। ২০১১ সালে লিডসে ১৯৩ রান করেছিলেন তিনি।

৬. শুভমান গিল দ্বিতীয় টেস্টে ২৬৯ ও ১৬১ রান করে মোট ৪৩০ রান করেন, যা বিদেশে এক ম্যাচে সর্বোচ্চ রান। আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার মার্ক টেইলরের (৪২৬, পাকিস্তানের বিরুদ্ধে, ১৯৯৮)।

advertisement

৭. এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় উইকেটরক্ষক হয়েছেন ঋষভ পন্থ। ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্থ হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসেই শতরান করে এই কৃতিত্ব অর্জন করেন।

৮. SENA দেশগুলোতে ১৫০ টেস্ট উইকেট নেওয়া প্রথম এশীয় বোলার হয়েছেন জসপ্রীত বুমরাহ। জসপ্রিত বুমরাহ হেডিংলির প্রথম টেস্টে পাঁচ উইকেট নিয়ে এই মাইলফলক ছুঁয়েছেন। ৩২টি টেস্টে, মাত্র ৬১ ইনিংসে তিনি ১৫০ উইকেট নিয়েছেন—যা ওয়াসিম আকরাম ও অনিল কুম্বলের থেকেও দ্রুত।

advertisement

৯. এই অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফিতে মোট ৭০০০-এর বেশি রান হয়েছে—টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ (১৯৯৩ অ্যাশেজে হয়েছিল ৭২২১ রান)। ভারত একাই ৩৮০৯ রান করেছে—১৯৮৯ অ্যাশেজে অস্ট্রেলিয়ার ৩৮৭৭ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ।

আরও পড়ুনঃ Mohammed Siraj: প্রথম এশীয় বোলার হিসেবে ইংল্যান্ড ইতিহাস গড়লেন মহম্মদ সিরাজ! জেনে নিন বিস্তারিত

১০. বাউন্ডারি মারার নিরিখেও অনন্য নজির গড়েছে ভারতীয় ক্রিকেট দল। এই অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফিতে পাঁচটি ম্যাচে ভারত মোট ৪৭০টি বাউন্ডারি মেরেছে। যা এক টেস্ট সিরিজে সর্বোচ্চ।

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

১১. এই সিরিজে ৬ রানে ভারতের ওভাল টেস্ট জয় টেস্টে তাদের সবচেয়ে ছোট ব্যবধানে জয়। আবার এজবাস্টনে দ্বিতীয় টেস্টে তারা ৩৩৬ রানে জিতেছে—বিদেশে ভারতের সবচেয়ে বড় ব্যবধানের জয়।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: ইংল্যান্ড সফরে ভারত গড়ল ১১টি বড় বিশ্বরেকর্ড, ইতিহাসের পাতায় শুভমান গিলের দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল