TRENDING:

Asia Cup Hockey: খুব নাচাচ্ছিল! চিনের গর্ব চুরমার করে এশিয়া কাপ হকিতে জয় দিয়ে অভিযান শুরু ভারতের

Last Updated:

India vs China: এশিয়া কাপ শুরু হল, ভারতের দুরন্ত জয়, হরমনপ্রীত সিং করলেন তিন গোল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: হকি এশিয়া কাপে ভারত জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। ভারতীয় দল নিজেদের প্রথম ম্যাচে চিনকে ৪-৩ গোলে হারাল। ভারতের হয়ে হরমনপ্রীত সিং ৩টি গোল করেন। বিহারের রাজগিরে অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে শেষ হাসি হাসল ভারত।
চিনকে এশিয়া কাপ হকিতে হারাল ভারত
চিনকে এশিয়া কাপ হকিতে হারাল ভারত
advertisement

তৃতীয় কোয়ার্টারে দুই দলের স্কোর ৩-৩ ছিল। এরপর, চতুর্থ ও শেষ কোয়ার্টারে ভারত দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষ চিনকে  ৪-৩ গোলে হারিয়ে দেয়। এই লিডই শেষ পর্যন্ত বজায় রাখে টিম ইন্ডিয়া৷

আরও পড়ুন – Delhi To Patna In 150 Minutes: মাত্র ১৫০ মিনিটে ঝাঁ ঝাঁ করে দিল্লি থেকে পাটনা, সত্যিই ভারতীয় রেল ট্র্যাকে উঠবে ঝড়, এ ট্রেন নাকি দানব

advertisement

ম্যাচের প্রথম কোয়ার্টারে চিন একটি গোল করে। প্রথম কোয়ার্টারের পর ভারত ০-১ গোলে পিছিয়ে ছিল। এরপর, দ্বিতীয় কোয়ার্টারে ভারত দুর্দান্ত প্রত্যাবর্তন করে এবং ২ মিনিটের মধ্যে দুটি গোল করে চিনের বিরুদ্ধে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

হাফ টাইম পর্যন্ত ভারত এগিয়ে ছিল। তৃতীয় কোয়ার্টারে ভারত আরও একটি গোল করে চিনের বিরুদ্ধে তাদের লিড ৩-১ এ নিয়ে যায়। এরপর, চিনা খেলোয়াড়রা দুর্দান্ত খেলে এবং একের পর এক দুটি গোল করে ভারতের স্কোর সমান করে। তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার পর, উভয় দলই ৩-৩ গোলে সমতায় ছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিন্তু শেষ হাসি হাসে ভারতই৷ তারাই নিজেদের চতুর্থ গোল করে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে৷

বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup Hockey: খুব নাচাচ্ছিল! চিনের গর্ব চুরমার করে এশিয়া কাপ হকিতে জয় দিয়ে অভিযান শুরু ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল