TRENDING:

শেষবেলায় ভিলেন কালবৈশাখী, এশিয়া কাপ ফাইনাল হবে ১৫ ওভারে

Last Updated:

মীরপুরের ভারত-বাংলাদেশ দ্বৈরথের উত্তেজনায় জল ঢালল কালবৈশাখী ৷ রবিবার সন্ধেয় খেলা শুরুর দু’ঘন্টা আগে ব্লকব্লাষ্টার মুভির ক্লাইম্যাক্সে ভিলেনের মতো আগমন ঘটে কালবৈশাখী ঝড়ের ৷ ঝড়ের সঙ্গে শুরু হয় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি ৷ বৃষ্টি আপাতত থামলেও আউটফিল্ডে বেশ কিছু জায়গায় জল জমে রয়েছে ৷ জল শুকোতে মাঠে নামানো হয়েছে সুপার-সপার ৷ মাঠ শুকোলে মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা ৷ তারপরই এশিয়া কাপ টি২০-এর ভারত বাংলাদেশ ফাইনাল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ ভারতীয় সময় ৮ টার মধ্যে খেলা শুরু হলে কোনও ওভার কমবে না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মীরপুর: মীরপুরের ভারত-বাংলাদেশ দ্বৈরথের উত্তেজনায় জল ঢালল কালবৈশাখী ৷ কালবৈশাখীর জেরে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ৯টায়৷ খেলা শুরু হতে দেরি হওয়ায় ২০ ওভারের বদলে ১৫ ওভারে হবে এশিয়া কাপ ফাইনাল ৷ রবিবার সন্ধেয় খেলা শুরুর দু’ঘন্টা আগে ব্লকব্লাষ্টার মুভির ক্লাইম্যাক্সে ভিলেনের মতো আগমন ঘটে কালবৈশাখী ঝড়ের ৷ ঝড়ের সঙ্গে শুরু হয় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি ৷
advertisement

রবিবার ঝড়ে শের-ই-বাংলা স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ নিভে যায় স্টেডিয়ামের ফ্লাডলাইট ৷ ধুলো ঝড়ের জেরে ১৭ মিনিট বন্ধ ছিল আলো ৷ ঝড়ে ভেঙে পড়ে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনের একাংশ ৷  বৃষ্টি আপাতত থামলেও আউটফিল্ডে বেশ কিছু জায়গায় জল জমে রয়েছে ৷ জল শুকোতে মাঠে নামানো হয়েছে সুপার-সপার ৷ মাঠ শুকোলে মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা ৷ তারপরই এশিয়া কাপ টি২০-এর ভারত বাংলাদেশ ফাইনাল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ ভারতীয় সময় ৮ টার মধ্যে খেলা শুরু হলে কোনও ওভার কমবে না ৷ ম্যাচ শুরুর সর্বশেষ সময় রাত ১০.৪০ মিনিট ৷ তার মধ্যে নূন্যতম ৫ ওভার খেলা না হলে ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হবে ৷ তাহলে ভারত- বাংলাদেশকে যুগ্ম চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
শেষবেলায় ভিলেন কালবৈশাখী, এশিয়া কাপ ফাইনাল হবে ১৫ ওভারে