রবিবার ঝড়ে শের-ই-বাংলা স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ নিভে যায় স্টেডিয়ামের ফ্লাডলাইট ৷ ধুলো ঝড়ের জেরে ১৭ মিনিট বন্ধ ছিল আলো ৷ ঝড়ে ভেঙে পড়ে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনের একাংশ ৷ বৃষ্টি আপাতত থামলেও আউটফিল্ডে বেশ কিছু জায়গায় জল জমে রয়েছে ৷ জল শুকোতে মাঠে নামানো হয়েছে সুপার-সপার ৷ মাঠ শুকোলে মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা ৷ তারপরই এশিয়া কাপ টি২০-এর ভারত বাংলাদেশ ফাইনাল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ ভারতীয় সময় ৮ টার মধ্যে খেলা শুরু হলে কোনও ওভার কমবে না ৷ ম্যাচ শুরুর সর্বশেষ সময় রাত ১০.৪০ মিনিট ৷ তার মধ্যে নূন্যতম ৫ ওভার খেলা না হলে ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হবে ৷ তাহলে ভারত- বাংলাদেশকে যুগ্ম চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হবে ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 06, 2016 7:43 PM IST