TRENDING:

অশ্বিনের ভেলকি ও উমেশের পেসে কুপকাত বাংলাদেশ, দ্বিতীয় টেস্টেও দুরন্ত শুরু ভারতের

Last Updated:

মীরপুর টেস্টের প্রথম দিনে ২২৭ রান অলআউট হয়ে শাকিব আল হাসানের দল। মমিনুল হক ৮৪ রানের লড়াকু ইনিংস না খেললে লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত বেঙ্গল টাইগার্সদের। দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৯।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মীরপুর: প্রথম টেস্টে সহজ জয়ের পর বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরন্ত শুরু করল ভারতীয় দল। মীরপুরে ভারতীয় বোলারদের দাপটে আরও একবার ধরাশায়ী বাংলাদেশের ব্যাটিং লাইন। মীরপুর টেস্টের প্রথম দিনে ২২৭ রান অলআউট হয়ে শাকিব আল হাসানের দল। মমিনুল হক ৮৪ রানের লড়াকু ইনিংস না খেললে লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত বেঙ্গল টাইগার্সদের। দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৯।
advertisement

এদিন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। কিন্তু প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্টো, জাকির হাসান, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দান, মেহদি হাসানরা কেউ বড় রান করতে পারেননি। একদিক থেকে যখন বাংলাদেশ ইনিংসে লাগাতার উইকেট পড়ছে, অপরদিকে একা লড়াকু ইনিংস খেলেন মমিনুল হক। তার ৮৪ রানেক ঝকধকে ইনিংসের সৌজন্যেই ২২৭ রানের স্কোরে পৌছায় বাংলাদেশ।

advertisement

আরও পড়ুনঃ মেসির সাম্রাজ্য টলমল এমবাপের কাছে! এই তথ্য ভয় ধরানে আর্জেন্টিনা সমর্থকদের

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

এদিন ভারতের বোলিং অ্যাটাকে অনবদ্য পারফর্ম করেন উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। ৪টি করে উইকেট নেন দুজনেই। আর ২০১০ সালের পর ফের একবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়ে ২ উইকেট নেন বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাট। বাংলাদেশের করা প্রথম ইনিংসেপ ২২৭ রান তাড়া করতে নেমে দিনের শেষ ভারত ১৯। ক্রিজে রয়েছেন দুই ওপেনার কেএল রাহুল ও শুবমান গিল। দ্বিতীয় দিনে ম্যাচের রাশ পুরোপুরি নিজদের হাতে নেওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
অশ্বিনের ভেলকি ও উমেশের পেসে কুপকাত বাংলাদেশ, দ্বিতীয় টেস্টেও দুরন্ত শুরু ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল