এদিন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। কিন্তু প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্টো, জাকির হাসান, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দান, মেহদি হাসানরা কেউ বড় রান করতে পারেননি। একদিক থেকে যখন বাংলাদেশ ইনিংসে লাগাতার উইকেট পড়ছে, অপরদিকে একা লড়াকু ইনিংস খেলেন মমিনুল হক। তার ৮৪ রানেক ঝকধকে ইনিংসের সৌজন্যেই ২২৭ রানের স্কোরে পৌছায় বাংলাদেশ।
advertisement
আরও পড়ুনঃ মেসির সাম্রাজ্য টলমল এমবাপের কাছে! এই তথ্য ভয় ধরানে আর্জেন্টিনা সমর্থকদের
এদিন ভারতের বোলিং অ্যাটাকে অনবদ্য পারফর্ম করেন উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। ৪টি করে উইকেট নেন দুজনেই। আর ২০১০ সালের পর ফের একবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়ে ২ উইকেট নেন বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাট। বাংলাদেশের করা প্রথম ইনিংসেপ ২২৭ রান তাড়া করতে নেমে দিনের শেষ ভারত ১৯। ক্রিজে রয়েছেন দুই ওপেনার কেএল রাহুল ও শুবমান গিল। দ্বিতীয় দিনে ম্যাচের রাশ পুরোপুরি নিজদের হাতে নেওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার।