TRENDING:

India vs Australia: ফাইনালের চাপ নিতে ব্যর্থ! পরপর উইকেট হারিয়ে হারের দোরগোড়ায় ভারত

Last Updated:

India vs Australia U19 World Cup 2024 Final: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে প্রবল চাপে ভারত। অবিশ্বাস্য কোনও কিছু না ঘটলে জুনিয়ার টিম ইন্ডিয়ার ফাইনালে ঘুড়ে দাঁড়ানো খুব কঠিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে প্রবল চাপে ভারত। অবিশ্বাস্য কোনও কিছু না ঘটলে জুনিয়ার টিম ইন্ডিয়ার ফাইনালে ঘুড়ে দাঁড়ানো এক প্রকার অসম্ভব। অস্ট্রেলিয়ার দেওয়া ২৫৪ রানের টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় জুনিয়র টিম ইন্ডিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইকেট হারিয়ে ফাইনাল হারার প্রমাদ গুনছে ভারত।
advertisement

যুব বিশ্বকাপ ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দলগত ব্যাটিংয়ে ভর করে লড়াকু টোটোল করে ব্যাগি গ্রিনরা। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান করে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন হারজাস সিং। এছাড়া অধিনায়ক হিউ উইবজেন ৪৮, অলি পিক ৪৬ ও হ্যারি ডিক্সন ৪২ রান করেন। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রাজ লিম্বানি।

advertisement

২৫৪ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয়। প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা মুশির খান, উদয় সাহারন, সচিন ধাশরা সকলেই ফাইনালে ব্যর্থ হন। রান পাননি আর্শিন কুলকার্নিও। একমাত্র ওপেনার আদর্শ সিং লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে ফাইনালে যেভাবে চোক করেছে ভারতের ব্যাটিংয়ের টপ অর্ডার তা নিয়ে প্রশ্ন উঠবেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৫ রান। ক্রিজে রয়েছেন আদর্শ সিং ও মুরুগান পেরুমাল অভিষেক। এখনও ম্যাচ জিততে ভারতের দরকার ১৩৯ রান হাতে মাত্র ৪ উইকেট।

বাংলা খবর/ খবর/খেলা/
India vs Australia: ফাইনালের চাপ নিতে ব্যর্থ! পরপর উইকেট হারিয়ে হারের দোরগোড়ায় ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল