তৃতীয় ম্যাচে বিশ্রামে পাঠানো হচ্ছে রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শার্দূল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ ও তিলক বর্মাকে। এদের মধ্যে শুভমান গিল ও শার্দুল ঠাকুর এশিয়া কাপ থেকে টানা ক্রিকেট খেলছেন। তাই বিশ্বকাপের আগে দুজনে বিশ্রাম দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। রুতুরাজ গায়কোয়াড় এশিয়ান গেমসে ভারতীয় দলের অধিনায়ক। এশিয়ান গেমসের দলে রয়েছে তিলক বর্মাও। পয়লা অক্টোবর থেকে খেলা। তাই এই দুই ক্রিকেটারকেও বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা সবে চোট সারিয়ে ফিরেছেন। তাই তৃতীয় একদিনের ম্যাচে তাকেও রেস্ট দিয়েছে।
advertisement
অপরদিকে, এশিয়া কাপ জয়ের পর প্রথম দুটি ওডিআইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেস্ট দেওয়া হয়েছিল দলের এক ঝাঁক সিনিয়র ক্রিকেটারদের। তৃতীয় ম্যাচে যে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদবরা ফিরবেন তা পূর্ব নির্ধারিত ছিলই। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে প্রস্তুতি সেরে নেবেন সিনিয়র ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া সিরিজের পরই ভারতের মিশন বিশ্বকাপ।