TRENDING:

পারথে ভাঙতে পারে উইনিং কম্বিনেশন, চার পেসার খেলানোর দিকেই ঝুঁকে কোহলি ব্রিগেড

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পারথ: উইনিং কম্বিনেশন ভাঙতে কেই বা চায় ৷ কিন্তু টেস্টের ভেন্যুর নাম যদি পারথ হয় ৷ তাহলে স্পিনার খেলানোর বিলাসিতা খুব কম দলই দেখাতে চায় ৷ টিম ইন্ডিয়ার ক্ষেত্রেও এই একই ঘটনাই সম্ভবত ঘটতে চলেছে শুক্রবার ৷ তাই দ্বিতীয় টেস্টে উইনিং কম্বিনেশন ভাঙা ছাড়া আর কোনও উপায় নেই কোহলি ব্রিগেডের কাছে ৷
advertisement

পিঠের চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মিডল অর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মা। পেশিতে টানের জন্য নেই অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। ফলে, অ্যাডিলেড টেস্টের দলে থাকা এই দু’জনকে বসতে হচ্ছে বাইরে। ১৩ জনের প্রাথমিক দলে আপাতত পাঁচ পেসারকেই রাখা হয়েছে ৷  ইশান্ত, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার এবং উমেশ যাদব ৷ প্রত্যেকেই রয়েছেন সেই তালিকায় ৷ তাই শুক্রবার চার পেসার খেলানোর সম্ভাবনাই বেশি ৷ পারথের নতুন মাঠে এখনও পর্যন্ত মাত্র দু’টো আন্তর্জাতিক ম্যাচই খেলা হয়েছে ৷ সেখানেই আগামিকাল থেকে অগ্নিপরীক্ষা বিরাট অ্যান্ড কোম্বানির ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
পারথে ভাঙতে পারে উইনিং কম্বিনেশন, চার পেসার খেলানোর দিকেই ঝুঁকে কোহলি ব্রিগেড