গ্লেন ম্যাক্সওয়েল এসেই ফিরে গেলেন ৷ খোওয়াজা ও হ্যান্ডসকম্ব যেভাবে দাপটের সঙ্গে খেলছিলেন ঠিক সেরকমভাবেই তরতর করে এগিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়ার ইনিংস ৷ কিন্তু খোওয়াজা আউট হতেই পরপর আউট ম্যাক্সওয়েল এবং হ্যান্ডসকম্ব ৷ ম্যাক্সওয়েল আউট হলেন ১ রানে ৷ তাঁকে আউট করে দেন রবীন্দ্র জাডেজা ৷ আর ৬০ বলে ৫২ রান করা হ্যান্ডসকম্বকে আউট করে দেন মহম্মদ শামি ৷
advertisement
স্বপ্নের ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন উসমান খোওয়াজা ৷ গত ম্যাচে ৯১ রানে আউট হয়ে গিয়েছিলেন , ফিরোজ শাহ কোটলায় শতরান মাটিতে ফেলে রেখে এলেন না ৷ এদিন ১০৪ বলে ১০০ রান করেন তিনি ৷ এদিনের তাঁর ইনিংসে রয়েছে ১০ টি চার ও ২ টি ছয় ৷ তবে শতরান করার পরই আউট হয়ে যান অজি ওপেনার ৷ ভুবনেশ্বর কুমারের বলে বিরাট কোহলি তালুবন্দি করেন তাঁকে ৷ খোওয়াজা অবশ্য মোহালিতে শতরান না করলেও রাঁচিতে শতরান করেছিলেন ৷