ভারতীয় উইকেটে চতুর্ছ ইনিংসে ব্যাটিং করা যে কঠিন সেটা সকলরেই জানা। তাই টস যে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সিরিজে তা আগে থেকেই বলছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে ভাগ্যের উপর কারও হাত নেই। টস হারলেও রোহিত শর্মাকে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে। এই ম্যাচে ভারতীয় দলের হয়ে টেস্ট ডেবিউ হল সূর্যকুমার যাদব ও উইকেটকিপার কেএস ভরতের। তিন স্পিনার নিয়ে নেমেছে টিম ইন্ডিয়া। রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেবের পাশাপাশি চোট সারিয়ে দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা।
advertisement
এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের একাদশ- রোহিত শর্মা, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রীকর ভরত, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ়।
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ- ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজ, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (ক্যাপ্টেন), ন্যাথন লিয়ঁ, টড মার্ফি ও স্কট বোল্যান্ড।
টস হারলেও নাগপুরে ভালো শুরু কর ভারতীয় ক্রিকেট দল। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ৩ ওভারের মধ্যেই সাজঘরে ফেরত যান অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা। ১ রান মহম্মদ সিরাজের বলে এলবিডব্লুউ হন খোয়াজা। ডেভিড ওয়ার্নার ১ রান করে মহম্মদ শামির বলে বোল্ড হন।