৩ ম্যাচের অস্ট্রেলিয়া সিরিজের জন্য দুই বাগে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম দুটি ম্যাচের জন্য আলাদা দল ও তৃতীয় ওডিআইয়ের জন্য আলাদা। প্রথম দুটি ম্যাচের জন্য ঘোষিত দলে মহাচমক। বদলে গিয়েছে অধিনায়ক ও সহ অধিনায়কের নাম। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে। প্রথম ও দ্বিতীয় ওডিআইতে দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল ও সহ অধিনায়কত্ব করবেন রবীন্দ্র জাদেজা। এছাড়া বিশ্বকাপের যে প্রাথমিক স্কোয়াড রয়েছে তার বাইরে রয়েছে একাধিক অন্য নাম। রবিচন্দ্রন অশ্বিনকেও দলে সামিল করা হয়েছে।
advertisement
এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ওডিআই-এর জন্য ভারতের স্কোয়াড: কেএল রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ইশান কিশান, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, এবং প্রসিদ্ধ কৃষ্ণ।
প্রথম দুটি ম্যাচে বিশ্রাম নিয়ে তৃতীয় ম্যাচে দলে ফিরবেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া। তৃতীয় ম্যাচের স্কোয়াডে নেই তিলক বর্মা ও রুতুরাজ গায়কোয়াড়। এছাড়া মোটামুটি এশিয়া কাপের যে স্কোয়াড রয়েছে তাদেরই দলে রাখা হয়েছে। শুধু রবিচন্দ্রন অশ্বিন বাড়তি সংযোজন। বিশ্বকাপের দলে এক জন অফ স্পিনারের অভাব রয়েছে বলে মনে করছিলেন অনেকেই। সেই কারণেই দলে অশ্বিন।
আরও পড়ুনঃ Rohit Sharma: মিলে গেল কোহলির কথা, ফের চরম ভুল করলেন রোহিত, অধিনায়কের খিল্লি ওড়াল সতীর্থরা
এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই-এর জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটকিপার), ইশান কিশান, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, অক্ষর পটেল (ফিট হলে), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ।