TRENDING:

India vs australia: পঞ্চম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার স্কোর 50 ওভারে 272/9

Last Updated:

ভারত বনাম অস্ট্রেলিয়া দিল্লিতে লড়াই জমজমাট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি :ভারত বনাম অস্ট্রেলিয়া পঞ্চম একদিনের ম্যাচে শুরুটা মারাত্মক করলেও বোলারদের দাপটে ৩০০-র গন্ডি টপকাতে পারল না অস্ট্রেলিয়া ৷ ৫০ ওভারে ৯ উইকেটে ২৭২ রান করল তারা ৷ ভারতের হয়ে সফলতম বোলার ভুবনেশ্বর কুমার তিনি পেয়েছেন ৩ উইকেট ৷ মহম্মদ শামি ও রবীন্দ্র জাডেজা ২ টি করে উইকেট নেন ৷
advertisement

প্যাট কামিন্স ৮ বলে ১৫ করে ভুবনেশ্ব কুমারের শিকার ৷ মার্কাস স্টোয়েনিস ২০ রানে আউট ৷ তাঁর উইকেট নিলেন ভুবনেশ্বর কুমার ৷ এরপরেই অ্যালেক্স কারেকে আউট করে দেন মহম্মদ শামি ৷ শেষদিকে ধামাকা দেখানোর চেষ্টা করতে শুরু করেছিলেন অ্যাস্টন টার্নার ৷ ২০ বলে ২০ রানেই তাঁকে থামিয়ে দিলেন কুলদীপ যাদব ৷ কুলদীপের বলে তাঁকে তালুবন্দি করেন জাডেজা ৷ যখন দ্বিতীয় উইকেট খুইয়েছিল অস্ট্রেলিয়া তখন তাদের স্কোর ছিল ১৭৫ রান আর যখন ৫ উইকেট খোয়ালো তখন তাদের স্কোর ২১০ ৷ এদিকে যখন ৭ উইকেট খোয়ালো তখন রান ২২৯ রান ৷

advertisement

গ্লেন ম্যাক্সওয়েল এসেই ফিরে গেলেন ৷ খোওয়াজা ও হ্যান্ডসকম্ব যেভাবে দাপটের সঙ্গে খেলছিলেন ঠিক সেরকমভাবেই তরতর করে এগিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়ার ইনিংস ৷ কিন্তু খোওয়াজা আউট হতেই পরপর আউট ম্যাক্সওয়েল এবং হ্যান্ডসকম্ব ৷ ম্যাক্সওয়েল আউট হলেন ১ রানে ৷ তাঁকে আউট করে দেন রবীন্দ্র জাডেজা ৷ আর ৬০ বলে ৫২ রান করা হ্যান্ডসকম্বকে আউট করে দেন মহম্মদ শামি ৷

advertisement

Photo Courtesy -BCCI Twitter

স্বপ্নের ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন উসমান খোওয়াজা ৷ গত ম্যাচে ৯১ রানে আউট হয়ে গিয়েছিলেন , ফিরোজ শাহ কোটলায় শতরান মাটিতে ফেলে রেখে এলেন না ৷ এদিন ১০৪ বলে ১০০ রান করেন তিনি ৷ এদিনের তাঁর ইনিংসে রয়েছে ১০ টি চার ও ২ টি ছয় ৷ তবে শতরান করার পরই আউট হয়ে যান অজি ওপেনার ৷ ভুবনেশ্বর কুমারের বলে বিরাট কোহলি তালুবন্দি করেন তাঁকে ৷ খোওয়াজা অবশ্য মোহালিতে শতরান না করলেও রাঁচিতে শতরান করেছিলেন ৷

advertisement

এদিন এর আগে রবীন্দ্র জাডেজার ঘূর্ণি অফ স্টাম্প উড়িয়ে দিল অ্যারন ফিঞ্চের৷ ফিঞ্চ-উসমান খ্বজার জুটি ভাঙল অবশেষে৷ ফিঞ্চ ফিরলেন ২৭ রান করে৷ এখন অস্ট্রেলিয়ার হয়ে ক্রিজে রয়েছেন খ্বজা ও পিটার হ্যান্ডস্কম্ব৷

ফিরোজ শাহ কোটলায় সিরিজের শেষ ম্যাচে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া৷ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অজি বাহিনী৷ মহেন্দ্র সিং ধোনি কি এই সিরিজের পরেই অবসর নেবেন? জল্পনার মধ্যেই বুধবার দিল্লিতে নামল বিরাট বাহিনী৷ এই ম্যাচে তাত্‍‌পর্যপূর্ণ ভাবে ধোনিকে বিশ্রাম দেওয়া হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
India vs australia: পঞ্চম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার স্কোর 50 ওভারে 272/9