জাম্পার আফশোস আরও বেশি ৷ কারণ তাঁর এক ওভারেই পরপর তিনটে ছক্কা-সহ ২৩ রান করেন হার্দিক ৷ চেন্নাইয়ে তাঁর পরিকল্পনা যে একেবারেই খাটেনি, সেটা কার্যত স্বীকার করে নিয়েছেন জাম্পা ৷ ইডেনে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জাম্পা বলেন, ‘‘চাপের মুখে বল করতে পছন্দ করি আমি। প্রথম ম্যাচে ওই পরিস্থিতিতে আমার লক্ষ্য ছিল হার্দিক যাতে স্ট্রাইক না পায় তা ঠিক করা। কিন্তু আমি তিনটে বল ফুল লেংথে করে ফেলি ওই ৩৭ তম ওভারে। হার্দিক খুব ভাল মানের ক্রিকেটার। লুজ বলের সুযোগ নিতে বেশি সময় নেয়নি। আর সেখানেই তৈরি হয়ে যায় তফাতটা।’’
advertisement
জাম্পা আরও বলেন, ‘‘উপমহাদেশের উইকেটে লেংথটা বিশেষ প্রাধান্য পায়। অস্ট্রেলিয়ার উইকেটে লেংথে গড়বড় করলেও মাঠ বড় হওয়ায় অসুবিধা হয় না। তবে ওই ওভার আমাকে অনেক কিছু শিখিয়েছে। ভবিষ্যতে একই রকম পরিস্থিতি তৈরি হলে আগের ভুল থেকে শিক্ষা নেব।’’