TRENDING:

চেন্নাইয়ে তাঁর পরিকল্পনা খাটেনি, মেনে নিলেন জাম্পা

Last Updated:

চেন্নাইয়ে তাঁর পরিকল্পনা যে একেবারেই খাটেনি, সেটা কার্যত স্বীকার করে নিয়েছেন জাম্পা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চেন্নাইয়ে তাঁর একটা ওভারই রাতারাতি ম্যাচের রং বদলে দিয়েছিল ৷ ইডেনে এসেও সেই আফশোস যাচ্ছে না অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পার ৷ ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে শুরুটা ভালই করেছিলেন অজি বোলাররা ৷ শুরুতেই অধিনায়ক কোহলি-সহ বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত ৷ কিন্তু বিপক্ষের উপর সেই চাপটা শেষপর্যন্ত ধরে রাখতে পারেননি ক্যাঙারুরা ৷ এর পিছনে অবশ্যই দুই ভারতীয় ব্যাটসম্যানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূ্র্ণ ৷ ষষ্ঠ উইকেটে হার্দিক এবং ধোনির ১১৮ রানের পার্টনারশিপই ম্যাচে দু’দলের মধ্যে তফাৎ গড়ে দেয় ৷
advertisement

জাম্পার আফশোস আরও বেশি ৷ কারণ তাঁর এক ওভারেই পরপর তিনটে ছক্কা-সহ ২৩ রান করেন হার্দিক ৷ চেন্নাইয়ে তাঁর পরিকল্পনা যে একেবারেই খাটেনি, সেটা কার্যত স্বীকার করে নিয়েছেন জাম্পা ৷ ইডেনে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জাম্পা বলেন, ‘‘চাপের মুখে বল করতে পছন্দ করি আমি। প্রথম ম্যাচে ওই পরিস্থিতিতে আমার লক্ষ্য ছিল হার্দিক যাতে স্ট্রাইক না পায় তা ঠিক করা। কিন্তু আমি তিনটে বল ফুল লেংথে করে ফেলি ওই ৩৭ তম ওভারে। হার্দিক খুব ভাল মানের ক্রিকেটার। লুজ বলের সুযোগ নিতে বেশি সময় নেয়নি। আর সেখানেই তৈরি হয়ে যায় তফাতটা।’’

advertisement

জাম্পা আরও বলেন, ‘‘উপমহাদেশের উইকেটে লেংথটা বিশেষ প্রাধান্য পায়। অস্ট্রেলিয়ার উইকেটে লেংথে গড়বড় করলেও মাঠ বড় হওয়ায় অসুবিধা হয় না। তবে ওই ওভার আমাকে অনেক কিছু শিখিয়েছে। ভবিষ্যতে একই রকম পরিস্থিতি তৈরি হলে আগের ভুল থেকে শিক্ষা নেব।’’

বাংলা খবর/ খবর/খেলা/
চেন্নাইয়ে তাঁর পরিকল্পনা খাটেনি, মেনে নিলেন জাম্পা