রাজকোটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ওপেনিংয়ে দুরন্ত শুরু করেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। মারকাটারি ব্যাটিং করেন দুজনে। ঝড়ে গতিতে অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করে ফেলেন। দলের ৭৮ রানে প্রথম উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। ৩৪ বলে ৫৬ রান করে আউট হন ওয়ার্নার। এরপর মিচেল মার্শ ও স্টিভ স্মিথ এগিয়ে নিয়ে যান স্কোর বোর্ড। দ্রুত রান করে দুজন। একের পর এক আক্রমণাত্মক শট খেলে ২৫ ওভারেই দলের স্কোর ২০০-পার নিয়ে যান ওয়ার্নার ও স্মিথ জুটি।
advertisement
অল্পের জন্য নিজের শতরান মিস করেন মিচেল মার্শ। দলের ২১৫ রানের মাথায় ব্যক্তিগত ৯৬ রান করে আউট হন মার্শ। পার্টনারশিপ ভাঙতে বেশি সময় ক্রিজে থাকে পারেননি স্মিথও। ৭৪ রান করেন আউট হন তিনি। ২৪২ রানে তৃতীয় উইকেট পড়ে। এরপর একদিক থেকে মার্নাস লাবুশানে থাকলেও অপরদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। একইসঙ্গে চেপে ধরেন ভারতীয় বোলাররা। যার ফলে কমে রানের গতি।
৭২ রানের ইনিংস খেলে সাজঘরে যার ফেরেন মার্নাস লাবুশানে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রান করে অস্ট্রেলিয়া। ভারতের বোলিং লাইনে এদিন সর্বোচ্চ ৩টি উইকেট নেন জসপ্রিত বুমরাহ। এছাড়া কুলদীপ যাদব ২টি, একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। ভারতের জয়ের টার্গেট ৩৫৩। রাজকোটের উইকেটে এই রানও তাড়া করা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে ভারতের জন্য।