TRENDING:

India vs Australia 2nd T20: দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলে বড় পরিবর্তন! ঘুড়ে দাঁড়ানোর লড়াই অস্ট্রেলিয়ার

Last Updated:

India vs Australia 2nd T20: প্রথম টি-২০ ম্যাচ জিতেও দলে দলে পরিবর্তন! লিড বাড়ানোর লক্ষ্যে টিম ইন্ডিয়া, অস্ট্রেলিয়ার ঘুডে দাঁড়ানোর লড়াই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তিরুবনন্তপুরম: প্রথম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৮ রান তাড়া করে দুরন্ত জয় পয়েছে টিম ইন্ডিয়া। ৫ ম্যাচের সিরিজে ১-০ লিড নিয়েছে ভারতীয় দল। রবিবার সুপার সানডে-তে তিরুবনন্তপুরমে সিরিজের দ্বিতীয় ম্যাচ। লিড বাড়িয়ে নিতে মরিয়া সূর্যকুমার যাদবের দল। অপরদিকে, ঘুড়ে দাঁড়ানোর লড়াই ব্যাগি গ্রিণদের সামনে।
 ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-২০
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-২০
advertisement

প্রথম ম্যাচ জিতলেও একটি বিষয় চিন্তায় রেখেছে কোচ ভিভিএস লক্ষ্মণকে। তা হল দলের বোলিং পারফরম্যান্স। শেষ ম্যাচে ভারতীয় দলের বোলিং একেবারেই ভাল হয়নি। অক্ষর প্যাটেল ও মুকেশ কুমার ছাড়া সকল বোলাররাই ওভার পিছু ১২-১৩ রান করে খরচ করেছেন।

ফলে দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা রয়েছে। মনে করা হচ্ছে ব্যাটিং লাইনে কোনও পরিবর্তন না হলেও বোলিং বিভাগে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণাকে বিশ্রাম দিয়ে সেই জায়গায় খেলানো হতে পারে আবেশ খানকে।

advertisement

অপরদিকে, বিশ্বকাপ জেতার পরই প্রথম ম্যাচে হারের ধাক্কা খেতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ফলে দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে না পারলে সিরিজের আগামী সবকটি ম্যাচই ডু অর ডাই হয়ে দাঁড়াবে ম্যাথিউ ওয়েডের দলের কাছে। তবে দ্বিতীয় ম্যাচে দলে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই অস্ট্রেলিয়ার।

পিচ রিপোর্ট: তিরুবনন্তপুরমের উইকেট খুব একটা হাইস্কোরিং সাধারণত হয় না। তবে এখানে ব্যাটাররা সাহায্য় পেয়ে থাকে। এছাড়া উইকেট থেকে স্পিনাররা সাহায্য পেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তকেই সঠিক মনে করা হচ্ছে।

advertisement

বৃষ্টির পূর্বাভাস: ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-২০ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৬ নভেম্বর তিরুবনন্তপুরমে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫৫ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, ঈশান (উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা / আভেস খান, মুকেশ কুমার।

advertisement

এক ঝলকে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার সম্বাব্য একাদশ: ম্যাথিউ শর্ট, স্টিভ স্মিথ, জস ইংলিস, অ্যারন হার্ডি, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার, অধিনায়ক), মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, সিন অ্যাবট, তনবীর সাঙ্গা, ন্যাথান এলিস, জেসন বেহরনড্রফ।

আরও পড়ুনঃ IPL 2024 Auction: আইপিএল নিলামে ১০ দলই বাদ দিতে পারে একাধিক তারকাকে, তালিকা দেখলে চমকে যাবে যে কেউ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ ম্যাচ কোথায় দেখবেন: ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। জিও সিনেমা অ্যাপে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

বাংলা খবর/ খবর/খেলা/
India vs Australia 2nd T20: দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলে বড় পরিবর্তন! ঘুড়ে দাঁড়ানোর লড়াই অস্ট্রেলিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল