IPL 2024 Auction: আইপিএল নিলামে ১০ দলই বাদ দিতে পারে একাধিক তারকাকে, তালিকা দেখলে চমকে যাবে যে কেউ

Last Updated:
IPL 2024 Auction Probable List of Players Released:এবার আইপিএলের মিনি নিলাম হলেও এবার আইপিএলে ১০টি দলই তাদের দলের শক্তি বাড়াতে ও সেট টিম তৈরি করতে নিলামে কোমড় বেঁধে নামতে চলেছে। এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন প্লেয়ারকে রিলিজ দিতে পারে।
1/12
বিশ্বকাপ শেষ হতেই আইপিএল নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। আগামী ১৯ ডিসেম্বর হতে চলেছে আইপিএল ২০২৪-এর মিনি নিলাম। তার আগে ২৬ নভেম্বর শেষ তারিখ য়ার মধ্যে রিলিজ ও রিটেন প্লেয়ারের তালিকা জমা দিতে হবে।
বিশ্বকাপ শেষ হতেই আইপিএল নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। আগামী ১৯ ডিসেম্বর হতে চলেছে আইপিএল ২০২৪-এর মিনি নিলাম। তার আগে ২৬ নভেম্বর শেষ তারিখ য়ার মধ্যে রিলিজ ও রিটেন প্লেয়ারের তালিকা জমা দিতে হবে।
advertisement
2/12
মিনি নিলাম হলেও এবার আইপিএলে ১০টি দলই তাদের দলের শক্তি বাড়াতে ও সেট টিম তৈরি করতে নিলামে কোমড় বেঁধে নামতে চলেছে। এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন প্লেয়ারকে রিলিজ দিতে পারে।
মিনি নিলাম হলেও এবার আইপিএলে ১০টি দলই তাদের দলের শক্তি বাড়াতে ও সেট টিম তৈরি করতে নিলামে কোমড় বেঁধে নামতে চলেছে। এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন প্লেয়ারকে রিলিজ দিতে পারে।
advertisement
3/12
কলকাতা নাইট রাইডার্স রিলিজ তালিকায় সবথেকে বড় চমক দিতে পারে। কেকেআর ছেড়ে দিতে পারেন একাধিক তারকা প্লেয়ারকে। সেই তালিকায় নাম রয়েছে এন জগদীশান, লকি ফার্গুসন, মনদীপ সিং, শার্দুল ঠাকুর ও টিম সাউদিকে।
কলকাতা নাইট রাইডার্স রিলিজ তালিকায় সবথেকে বড় চমক দিতে পারে। কেকেআর ছেড়ে দিতে পারেন একাধিক তারকা প্লেয়ারকে। সেই তালিকায় নাম রয়েছে এন জগদীশান, লকি ফার্গুসন, মনদীপ সিং, শার্দুল ঠাকুর ও টিম সাউদিকে।
advertisement
4/12
একাধিক প্লেয়ারকে ছেড়ে দিয়ে নতুন করে দল সাজাতে পারে দিল্লি ক্যাপিটালসও। দিল্লি রিলিজ করে দিতে পারে পৃথ্বী শ, মণীশ পান্ডে, লুঙ্গি এনগিডি, রিপাল প্যাটেল, মুস্তাফিজুর রহমানকে।
একাধিক প্লেয়ারকে ছেড়ে দিয়ে নতুন করে দল সাজাতে পারে দিল্লি ক্যাপিটালসও। দিল্লি রিলিজ করে দিতে পারে পৃথ্বী শ, মণীশ পান্ডে, লুঙ্গি এনগিডি, রিপাল প্যাটেল, মুস্তাফিজুর রহমানকে।
advertisement
5/12
চেন্নাই সুপার কিংসও একাধিক তারকাকে ছাড়তে পারেন। ইতিমধ্যেই বেন স্টোকল জানিয়ে দিয়েছেন তিনি খেলবেন না ২০২৪ আইপিএল। এছাড়া সিমরনজিৎ সিং, সিসান্দা মাগালা, তুষার দেশপাণ্ডে, আকাশ সিংদের ছেড়ে দিতে পারে।
চেন্নাই সুপার কিংসও একাধিক তারকাকে ছাড়তে পারেন। ইতিমধ্যেই বেন স্টোকল জানিয়ে দিয়েছেন তিনি খেলবেন না ২০২৪ আইপিএল। এছাড়া সিমরনজিৎ সিং, সিসান্দা মাগালা, তুষার দেশপাণ্ডে, আকাশ সিংদের ছেড়ে দিতে পারে।
advertisement
6/12
মুম্বই ইন্ডিয়ান্সও দল বদলের বাজারে বড় চমক দিতে পারে। দলের একাধিক প্লেয়ারকে ছাড়তে পারে মুম্বই। সেই তালিকায় নাম থাকতে পারে জোফরা আর্চার, ক্রিস জর্ডান, জয়দেব উনাদকাট, রাইলি মেরেডিথ, পীযূষ চাওলার।
মুম্বই ইন্ডিয়ান্সও দল বদলের বাজারে বড় চমক দিতে পারে। দলের একাধিক প্লেয়ারকে ছাড়তে পারে মুম্বই। সেই তালিকায় নাম থাকতে পারে জোফরা আর্চার, ক্রিস জর্ডান, জয়দেব উনাদকাট, রাইলি মেরেডিথ, পীযূষ চাওলার।
advertisement
7/12
গুজরাত টাইটানসে হার্দিক পাণ্ডিয়া থাকবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। তবে মিনি নিলামের আগে যে রিলিজ তালিকা জমা দিতে পারে গুজরাত সেখানেও থাকতে পারে একাধিক বড় নাম। তা হল- যশ দয়াল, দাসুন শানাকা, ওডিয়ান স্মিথ, প্রদীপ সাঙ্গওয়ান, উরভিল প্যাটেল।
গুজরাত টাইটানসে হার্দিক পাণ্ডিয়া থাকবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। তবে মিনি নিলামের আগে যে রিলিজ তালিকা জমা দিতে পারে গুজরাত সেখানেও থাকতে পারে একাধিক বড় নাম। তা হল- যশ দয়াল, দাসুন শানাকা, ওডিয়ান স্মিথ, প্রদীপ সাঙ্গওয়ান, উরভিল প্যাটেল।
advertisement
8/12
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোনও বিদেশী বড় প্লেয়ারকে না ছাড়লেও ভারতীয় প্লেয়ারদের মধ্যে বেশ কয়েকজনকে রিলিজ দিতে পারে। সেই তালিকায় নাম রয়েছে ফিন অ্যালেন, হার্শাল প্যাটেল, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াতের।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোনও বিদেশী বড় প্লেয়ারকে না ছাড়লেও ভারতীয় প্লেয়ারদের মধ্যে বেশ কয়েকজনকে রিলিজ দিতে পারে। সেই তালিকায় নাম রয়েছে ফিন অ্যালেন, হার্শাল প্যাটেল, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াতের।
advertisement
9/12
দল বদলের একাধিক বড় প্লেয়ারকে নিলামে তুলেত পারে লখনউ সুপার জায়ান্টসও। দেশি-বিদেশী মিলিয়ে সেই তালিকায় নাম থাকতে পারে মার্কাস স্টয়নিস, এভিন লুইস, আভেশ খান, কে গৌতম, কাইল জেমিসনের।
দল বদলের একাধিক বড় প্লেয়ারকে নিলামে তুলেত পারে লখনউ সুপার জায়ান্টসও। দেশি-বিদেশী মিলিয়ে সেই তালিকায় নাম থাকতে পারে মার্কাস স্টয়নিস, এভিন লুইস, আভেশ খান, কে গৌতম, কাইল জেমিসনের।
advertisement
10/12
আইপিএলের সবথেকে দামি ক্রিকেটারকে রিলিজ দিতে পারে পঞ্জাব কিংস। এছাড়াও রয়েছে একাধিক বড় নাম। পঞ্জাবের রিলিজ তালিকায় থাকতে পারেন ম্যাথু শর্ট, বি রাজাপাকসে, সন্দীপ ওয়ারিয়র, ঋষি ধাওয়ান, রাজ অঙ্গদ বাওয়া, স্যাম কারান।
আইপিএলের সবথেকে দামি ক্রিকেটারকে রিলিজ দিতে পারে পঞ্জাব কিংস। এছাড়াও রয়েছে একাধিক বড় নাম। পঞ্জাবের রিলিজ তালিকায় থাকতে পারেন ম্যাথু শর্ট, বি রাজাপাকসে, সন্দীপ ওয়ারিয়র, ঋষি ধাওয়ান, রাজ অঙ্গদ বাওয়া, স্যাম কারান।
advertisement
11/12
রাজস্থান রয়্যালসের রিলিজ তালিকায় একমাত্র খুব একটা বড় নাম থাকার সম্ভাবনা নেই। রাজস্থান এবার রিলিজ তালিকায় রাখতে পারে মুরুগান অশ্বিন, জো রুট, কেসি কারিয়াপ্পা, জেসন হোল্ডারকে।
রাজস্থান রয়্যালসের রিলিজ তালিকায় একমাত্র খুব একটা বড় নাম থাকার সম্ভাবনা নেই। রাজস্থান এবার রিলিজ তালিকায় রাখতে পারে মুরুগান অশ্বিন, জো রুট, কেসি কারিয়াপ্পা, জেসন হোল্ডারকে।
advertisement
12/12
বিগত ৬ বছর ধরে আইপিএল মরশুম একেবারেই ভাল যাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদের। এসআরএইচের রিলিজ লিস্টে নাম থাকতে পারে আদিল রশিদ, হ্যারি ব্রুক, আকিল হোসেনের।
বিগত ৬ বছর ধরে আইপিএল মরশুম একেবারেই ভাল যাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদের। এসআরএইচের রিলিজ লিস্টে নাম থাকতে পারে আদিল রশিদ, হ্যারি ব্রুক, আকিল হোসেনের।
advertisement
advertisement
advertisement