ওয়াংখেড়েতে এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। এই প্রথম একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব করছেন হার্দিক। তবে ওয়াংখেড়ের ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে হার্দিকের বোলিং করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু টিম ইন্ডিয়ার বোলিং লাইন প্রমাণ করে দেন হার্দিকের সিদ্ধান্ত কতটা সঠিক ছিল। মিচেল মার্শ ছাড়া কোনও অজি ব্যাটারকে ভারতীয় বোলারদের সামনে স্বাচ্ছন্দ বোধ করেননি। মার্শ ও স্টিভ স্মিথের ৭২ রান ও মার্শ ও মার্নাস লাবুশানের ৫২ রানের পার্টনারশিপ ছাড়া কোনও জুটি ক্রিজে দাঁড়াতে পারেনি। পাটা উইকেটে ভারতীয় বোলাররা এদিন পাটা উইকেটে যে বোলিং করেছেন তা সাম্প্রতিক সময়ে একদিনের ক্রিকেটে ভারতের সেরা বোলিং পারফরম্যান্স বলে আখ্যা দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
advertisement
শুধু বোলিং নয় এদিন নজর কেড়েছে ভারতীয় দলের ফিল্ডিংও। উকেটের পিছনে ভালো ক্যাচ নিয়েছেন কেএল রাহুল। একই সঙ্গে লেগ স্ট্যাম্পের বাইরে অবধারিত কিছু ওয়াইড বলে বাউন্ডারিও রুখে দিয়েছেন রাহুল। এছড়া রবীন্দ্র জাদেজা অবিশ্বাস্য ক্যাচ নেওয়ার পাশাপাশি ভালো ফিল্ডিংও করেছেন। স্লিপে ভালো ক্যাচ ধরেন শুভমান গিল। সব মিলিয়ে প্রথম ইনিংসে ভারতীয় দলের পারফম্যান্সকে পুরো নাম্বার দিচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞরা। আর ওয়াংখেড়ের উইকেচে ১৮৯ রান তাড়া করা ভারতীয় দলের পক্ষে খুব একটা সমস্যা হওয়ারও কথা নয়।